মনের মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দুরত্ব কোনো বাধা হতে পারে না এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এক সিংহ| মনুষ্যসমাজে লং ডিসট্যান্স প্রেমের উদাহরণ ভুরি ভুরি থাকলেও এই প্রবণতা এবার পশুদের মধ্যে ছড়াচ্ছে| গত এক বছর ধরে প্রতি মাসে দু’বার করে প্রেমিকার সঙ্গে দেখা করতে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে গুজরাটের একটি সিংহ| একা নয় রীতিমত দলবল নিয়ে বেপাড়ায় গিয়ে সঙ্গিনীর সঙ্গে দেখা করতে যায় সে| সঙ্গিনীও পথ চেয়ে বসে থাকে প্রেমিক পুরুষ সিংহের|
গুজরাতের রাজুলার জঙ্গলে থাকে চার সিংহের একটি দল| প্রত্যেকেরই বয়স চার থেকে পাঁচ |চারটি পুরুষ সিংহ প্রায় আশপাশের এলাকা দাপিয়ে বেড়ায়| জঙ্গলে টহল দিতে দিতে কখনো আবার নিজদের এলাকা ছেড়ে অন্য এলাকায় ঢুকে পড়ে| একদিন সেভাবেই সবরকুণ্ডলা এলাকায় ঢুকে পড়ে চার বন্ধু| সেখানেই দেখা মেলে এক সিংহীর| প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় একজন| নিজেদের ডেরায় ফিরে এলেও ওই সিংহীকে ভুলতে পারছিল না একটি সিংহটি। বিরহের ঠেলা সইতে না পেরে প্রতি ১৫ দিন অন্তর সে দেখা করতে চলে আসে আমরেলির সবরকুণ্ডলায় | ওই এলাকায় যে বনকর্মীরা সিংহের উপর নজরদারি চালান তাঁরা এবং সেই সঙ্গে এলাকার মানুষ জানিয়েছেন, চার সিংহকে তাঁরা প্রায় ১৫ দিন ছাড়াই এলাকায় দেখা যায়।
বনকর্মীরা জানিয়েছেন, রাজুলায় আসার পর এই চার সিংহ প্রায় প্রতি মাসে দু’বার করে ৫০-৬০ কিলোমিটার রাস্তা পাড়ি দেয় একটি সিংহীর সঙ্গে দেখা করতে। তবে বাকি তিন সিংহ কিন্তু বন্ধুর প্রেমে কোনো ব্যাঘাত ঘটায় না বরং তারা প্রেমালাপে ব্যস্ত সঙ্গীকে একলা ছেড়ে দিয়ে অপেক্ষা করে|জমাটি প্রেম সেরে বাকি তিন বন্ধুকে নিয়ে প্রেমিক সিংহটি ফিরে যায় নিজের আস্তানায়|