ইনস্টাগ্রাম, ফেসবুকের মতোই এবার নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে LinkedIn! জানুন পুরো বিষয়টা

এই সময়ে যারা চাকরির খোঁজে রয়েছেন, তাঁরা বেশিরভাগই লিঙ্কড-ইন (LinkedIn)-অ্যাপ প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত রয়েছেন। এই খবরটা খুবই সত্যি! সকলেই এই অ্যাপটিকে চেনেন চাকরি সংক্রান্ত অ্যাপ হিসেবেই।

অন্যান্য অ্যাপ যেমন ইনস্টাগ্রাম হোক কিংবা ফেসবুক, প্রত্যেক মানুষেরা এখানে আসেন ‘এন্টারটেনমেন্ট’-এর জন্য। সেখানে ছবি পোস্ট থেকে শুরু করে ছোট ভিডিয়ো, রিলস দেখতেই আসেন সবাই। ফলে, লিঙ্কড-ইন (LinkedIn)-অ্যাপটা তৈরি হয়েছে কাজের জন্য।  

তবে, জানেন এবার লিঙ্কড-ইন (LinkedIn)-অ্যাপটাতেও আসছে এক নতুন ফিচার। সেই ফিচারটি মূলত ব্যবহারকারীদের কাছে বিনোদনের জন্যই আনা হচ্ছে। হ্যাঁ, এরকমই হতে চলেছে।

ব্যপারটা একটু খোলসা করে বলা যাক। সংস্থা সূত্রে জানা গিয়েছে যে লিঙ্কড-ইন (LinkedIn)-অ্যাপে এবার আসতে চলছে শর্ট ভিডিয়ো ফিচার। থাকবে ‘ভিডিয়ো ট্যাব’। অর্থাৎ এবার এই অ্যাপে চাকরি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকবে ছোট ছোট ভিডিয়ো।

এবার আপনি নিশ্চয়ই ভাবছেন কোন ধরণের ভিডিয়ো আসবে আপনার ওয়ালে? এই বিষয়েও উত্তর দিয়েছে সংস্থা। জানা গিয়েছে যে ব্যবহারকারীদের ওয়ালে রেলেভ্যান্ট ভিডিয়োই দেখা যাবে।

image_2024_03_29T13_03_10_177Z

সংস্থার দাবি করেছেন যে এর আগে গেমিং ফিচার অ্যাড করেছিল LinkedIn। এবার এই নতুন ফিচারের হাত ক্রিয়েটিভিটির হাবে পরিণত হবে এই অ্যাপ।

প্রসঙ্গত, বর্তমানে সবাই শর্ট ভিডিয়ো দেখতে বেশ পছন্দ করেন। বাচ্ছা থেকে বড় সকলেই এই ফিচার নিয়ে বেশ পরিচিত। ফোন নিয়ে বসে আছেন? একবার হলেও রিলস কিংবা ওই শর্ট ভিডিয়ো গুলো দেখবেন।দিনভর হাজারো কাজের মাঝে একটু সময় পেলেই টুক করে সময় কাটিয়ে আসেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর এবার সেই দিকেই পা দিতে চলেছেন LinkedIn।

এটা শেয়ার করতে পারো

...

Loading...