গ্যাস দুর্ঘটনায় জরিমানা ৫০ কোটি

বিশাখাপত্ত্নমে গ্যাস দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেটকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল।

এনজিটি চেয়ারপারসন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, জীবন ও পরিবেশের ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিক তথ‍্য বিশ্লেষণের পর এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে ৫০ কোটি টাকা বিশাখাপত্তনম জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কারণে দুর্ঘটনা ঘটল তার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বিশাখাপত্ত্নমের জেলাশাসক, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের কাছেও।

এই দুর্ঘটনা একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জনবহুল এলাকায় কীভাবে এরকম একটি রাসায়নিক কারখানা গড়ে উঠল। রাজ্য জানিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন করে গ্যাস লিক হয়নি। জেলাশাসক ভি বিনয়চাঁদও জানিয়েছেন জমে থাকা স্টাইরিনকে পলিমারে পরিণত করে দেওয়ায় বিষয়টি নিয়ন্ত্রণে আনা গেছে। আগামীকালের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে। ১৮ মে-র মধ্যে সমস্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বিচারপতি বি শেশাসায়না রেড্ডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...