বাঘ বন্দী খেলা

মালবাজার মহকুমার বেইদগুড়ি চাবাগানে যেন শুরু হয়েছে বাঘ-বন্দি খেলা। গ্রামবাসীদের অভিযোগের উপর ভিত্তি করে বেইদগুড়ি চাবাগানের ১২০০ নাম্বার সেক্শনে খাঁচা পাতেন বনদফতরের কর্মীরা। সেখানেই রবিবার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পরের পর এলাকাবাসীরা জানান আরোও  চিতাবাঘ রয়েছে সেখানে। তখনই আরও দুটি খাঁচা পাতেন বনদফতর। এলাকাবাসীদের অভিযোগ সন্ধ্যে নামলেই লোকালয়ে হানা দেয় চিতাবাঘ। উঠিয়ে নিয়ে যায় গৃহপালিত গরু, ছাগলদের। তাদের অভিযোগের ভিত্তিতে খাঁচা পেতে একটি চিতা ধরা গেলেও সোমবার ভোরে দেখা যায় চিতাবাঘটি খাঁচা থেকে পালিয়ে গেছে। চিতাটি পালিয়ে যাওয়ায় যথারীতি আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। তবে খাঁচা থেকে চিতাবাঘটি কিভাবে পালিয়ে গেলো তা নিয়ে প্রশ্ন উঠছে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...