লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবি ‘সালভাদর মুনডি’। বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম। নিলামে ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল ‘সালভাদর মুনডি’। কিন্তু ছবিটি কে সংগ্রহ করেছিলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
সম্প্রতি সেই ছবি সংগ্রাহকের নাম সামনে এসেছে। জানা গিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিপুল অর্থে কিনেছিলেন ছবিটি। তাঁর ক্রু্জে নাকি স্থান পেয়েছে দা ভিঞ্চির আঁকা ছবি!
লন্ডনের এক আর্ট ডিলার সৌদি যুবরাজের ছবি কেনার খবর ফাঁস করেছেন। ওই আর্ট ডিলারের নাম কেনি শাখটার। এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তিনি দাবী করেছেন, ‘সালভাদর মুনডি’ কিনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান। তবে কেউ নিশ্চিত করে কোনো মন্তব্য করেনি, আবার অস্বীকারও করা হয়নি বিষয়টি।
২০১৭ সালে ক্রিস্টিতে এক নিলামে বিক্রি হয়েছিল ‘সালভাদর মুনডি’। তখন চিত্রকর্মে দাম উঠেছিল ৪৫০ মিলিয়ন ডলার। বিক্রির পর থেকে কখনোই জনসমক্ষে ছবিটির কোনো প্রদর্শনী হয়নি। প্রকাশ করা হয়নি ক্রেতার নাম সংক্রান্ত কোনও তথ্য।
বেশ কিছু শিল্প বিশেষজ্ঞের ধারণা ক্রিস্টিতে যে সালভাদর মুনডি বিক্রি হয়েছিল, সেটি আসল নয়। এই চিত্রকর্মটি নাকি নিজ হাতে আঁকেননি লেওনার্দো দা ভিঞ্চি। তাঁর ওয়ার্কশপে ছবিটি তৈরি হয়েছিল।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আরেক সৌদি যুবরাজ বদর বিন আবদুল্লাহ ছবিটি কিনেছিলেন। তবে বদর মূলত মোহাম্মদ বিন সলমানের হয়ে কাজ করে থাকেন। অনেকেই মনে করছেন, মোহাম্মদ বিন সলমানের হয়ে বদর ছবিটি কিনে নেন এবং পরে তা রাখা হয় যুবরাজের ক্রুজে।