২০২০ সাল-ই টেনিস কে বিদায় জানাবে ভারতীয় তারকা লিয়েন্ডার পেজ। বুধবার তার টুইটাল হ্যান্ডেলে এমনটাই জানালেন তিনি।বাবা ডঃ ভিসি পেজ ছিলেন ১৯৭২ সালে মিউনিক অলিম্পিকে পুরুষদের ফিল্ড হকিতে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। মা জেনিফার পেজ ছিলেন ১৯৮০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহনকারী ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক। ছেলে লিয়েন্ডার টেনিসকে বেছে নিলেও তাতে বিন্দুমাত্র সঙ্কোচ বোধ করেননি তার মা ও বাবা।
১৯৯১ সালে তার টেনিসের পথচলা শুরু। তার এই ২৭ বছরের টেনিস কেরিয়ারে জিতেছেন বহু ট্রফ্রি। প্রধান উল্লেখ্য আন্তর্জাতিক টেনিসের ডবলস বিভাগে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়।ডেভিস কাপের ডবলস বিভাগে ৪৪টি জয় আছে তার। যা শুধু ভারতীয় হিসাবে নয়, আন্তর্জাতিক স্তরেও যা সর্বোচ্চ।২০২০ সালে অবসর নেওয়ার কথা জানানোর পাশাপাশি, টেনিসে তার প্রাপ্তি তিনি উৎসর্গ করেণ তার মা বাবাকে।