এই মুহূর্তের সেরা মাঝমাঠ

সম্প্রতি শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ ২০১৮। ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর এর সাথে খ্যাতি লাভ করেছে অনেক স্ট্রাইকার, মিড ফিল্ডার, ডিফেন্ডার আর গোলকিপার। বিশ্বকাপের সমীক্ষা অনুযায়ী খ্যতি লাভ করা মিডফিল্ডারদের তালিকাভুক্ত করা হল।

৫) কেভন ডি ব্রুয়েনা – বেলজায়ামের স্বর্ণ যুগের এক অনবদ্য তারকা। বিশ্বকাপের পর তার খ্যাতি এখন আকাশছোয়া

Leading-midfielder-at-this-moment-5

৪) এডেন হ্যাজার্ড – বেলজিয়ামের স্বর্ণযুগ হওয়ার আরো একটি কারণ হলেন তিনি। গোটা বিশ্বকাপ জুড়ে বেলজিয়ামের এক ভরসা ছিল এডেন হ্যাজার্ড। তাই আজ সব ক্লাব ব্যতিব্যাস্ত এডেন হ্যাজার্ড কে কিনতে।

Leading-midfielder-at-this-moment-4

৩) এন গোলো কান্তে – বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠের কান্ডারী ছিলেন তিনি। মাঝমাঠ থেকে ফ্রান্সের যে কটা খেলা তৈরী হয়েছিল তার বেশিরভাগটাই আসে তার তরফ থেকে।

Leading-midfielder-at-this-moment-3

২) পল পোগবা -  ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারী। বিশ্বকাপে প্রতিপক্ষের ত্রাস ছিল পোগবা। গ্রীজম্যন, এমবাপ্পের পাশাপাশি পোগবাও ফ্রান্সকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। তাই তার খ্যাতি এখন আকাশছোয়া।

Leading-midfielder-at-this-moment-2

১) লুকা মডরিচ – “ বুড়ো হাড়ে জোড় বেশী”- এই প্রবাদ বাক্যটির স্বার্থকতা প্রমাণ করে দিল লুকা মডরিচ। বিশ্বকাপের শুরু থেকে শেষ অবধি ক্রোয়েশিয়ার ছন্দে থাকার শিরোপা যায় এই ৩১ বছর বয়সি মিড ফিল্ডারের কাছে।

Leading-midfielder-at-this-moment-1

এটা শেয়ার করতে পারো

...

Loading...