হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠবে চন্দননগর। আর তাই সেখানকার মানুষদের সেই উন্মাদনার সাক্ষি থাকতে চন্দননগর পৌঁছে গিয়েছিল জিয়ো বাংলা। আর সঙ্গে পেয়ে গিয়েছিলাম লক্ষীগঞ্জ চৌমাথা পূজা কমিটির সদস্যদের। তাদের কাছ থেকেই শুনে নিলাম তাদের জগদ্ধাত্রী পুজোর পরিকল্পনার বিষয়ে।
চন্দনগরের প্রাচীন পুজোর তালিকায় যদি প্রথম সারিতে কোনও পুজো কমিটির নাম আসে তবে তা হল লক্ষীগঞ্জের এই পুজো। এই বছর ১১৭ তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। তাই আপনারাও যদি এই প্রাচীন পুজোর সাক্ষি থাকতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে মেন লাইনের ট্রেন যথা- বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে নামতে হবে চন্দননগর। স্টেশন থেকে টোটো ধরে রথতলা বাস স্টপ সংলগ্ন অরিনন্দন হোটেলের নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।