Laxmi Puja: এইবছর লক্ষ্মীপুজো কবে? জেনে নিন এই পুজোর সমস্ত দিনক্ষণ

বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর তাই মনে করা হয়, মা দুর্গা উৎসব শেষে কৈলাস ফিরে গেলেও মা লক্ষ্মী -কে রেখে যান মর্ত্যে। উমার গমনের পরই বাঙালি লক্ষীপুজোর আয়োজনে মেতে ওঠে।

 

হাইলাইটসঃ
১। দেবী লক্ষ্মী সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।
২। পূরাণ মতে, কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে।
৩। আগামী ১৬ অক্টোবর লক্ষ্মীপুজো।

দেবী লক্ষ্মী সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। পূরাণ মতে, কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’। কথিত রয়েছে, এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী বিশ্ব পরিক্রমায় বের হন। তিনি দেখেন, কেউ সারারাত জেগে আছেন কিনা। অন্য মত অনুযায়ী, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং পাশাখেলা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন। তাই প্রতি ঘরে ঘরে সংসারের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য দেবীর আরাধনা করা হয়। এইবছর আগামী ১৬ অক্টোবর, বুধবার লক্ষ্মীপুজো। জেনে নিন এই পুজোর সমস্ত দিনক্ষণ।

• গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ড গতে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড গতে পূর্ণিমা তিথি শেষ।
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিট গতে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ।

প্রায় সমস্ত বাঙালি হিন্দু পরিবারের নিষ্ঠা মেনে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। পঞ্চব্যঞ্জন সাজিয়ে মা কে ভোগ নিবেদন করা হয়। অঞ্চলভেদে এই পুজো হয় মূলত প্রতিমা, সরা, নবপত্রিকা কিংবা থোড়ের তৈরি নৌকোয়। লক্ষ্মীর সরাও হয় নানারকমের। আলপনা এঁকে ও প্রদীপের আলোয় বাড়ি সাজিয়ে এই উৎসব পালিত হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...