লক্ষ্মী আগারওয়াল, মাত্র ১৫ বছর বয়সে অ্যাসিড আক্রমণের শিকার। যার ফলে একের পর এক অস্ত্রোপচারের মধ্যে পড়তে হয় তাঁকে। সেই যন্ত্রনা যাতে আর কোনো নারীকে সহ্য করতে না হয় তার জন্য, পরবর্তীকালে অ্যাসিড আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেন লক্ষী। প্রচার করেন অ্যাসিড আক্রমণের বিরুদ্ধে। আমেরিকার টেস্ট ডিপার্টমেন্ট থেকে ২০১৪ সালে 'ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ' অ্যাওয়ার্ড পান লক্ষ্মী । আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা লক্ষ্মীকে সম্মানিত করেন। পরিচালক মেঘনা গুলজার এবার তারই জীবনী নিয়ে তৈরী করতে চলেছেন ছবি 'ছপাক'। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে। দীপিকার বিপরীতে রয়েছেন বিক্রান্ত মেসি। পরিচালক মেঘনা গুলজার বলেন, '' লক্ষ্মীর গল্পকে লেন্সের সামনে রেখে আমরা অ্যাসিড আক্রমণ ও হিংসাত্মক ঘটনাগুলো কেন হয় তার বিশ্লেষণ করতে চাইছি। আর এটাই গল্পটাকে সময়ের উপযুক্ত করে তুলবে। পরিবর্তনের তো প্রথম পদক্ষেপটাই হোল সচেতনতা''। দীপিকা পাড়ুকোন এই ছবিটিতে শুধুমাত্র অভিনয় করছেন তাই নয়, তিনি এই ছবির সহ প্রযোজক ও। বায়োপিক ছবি 'ছপাক' এর শুটিং শুরু হবে ২০১৯ সালের মার্চ মাসে।