সিলেকশন কমিটির পাশে লক্ষন

সম্প্রতি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে জায়গা পেয়েছে অনেক নতুন মুখ। জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে নামবে অনেকেই। এই দল নিয়ে অনেকেই তাদের মত পেশ করেছেন ঠিকই। তবে সকলেরই প্রশ্ন একটাই,  কেন ঋষভ পন্তের জায়গা তে দীনেশ কার্তিক আর কেন-ই বা অম্বাতি রায়াডুর জায়গা তে অনভিজ্ঞ বিজয় শংকর?  তবে দল নিয়ে সিলেকশন কমিটির পাশে দাড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষন। তার মতে দলের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যা হয়তো অনেকের থেকে এগিয়ে রাখবে ভারতীয় দলকে। লক্ষণের এই মত কিছুটা হলেও ভরসা দেবে ভারতীয় দলের নতুন খেলোয়াড়দের। এই মুহূর্তে লক্ষণ আইপিএলে হায়দ্রাবাদ দলের সাথে যুক্ত। হায়দ্রাবাদ দলের অন্যতম মুখ তথা ভারতীয় পেস বোলিংয়ের ভরসা ভুবনেশ্বর কুমারও রয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। এর আগে ২০১৫ বিশকাপে, যেখানে সেমিফাইনাল থেকে ছিটকে যায় ‘মেন ইন ব্লু’, সেই স্কোয়াডেও ছিলেন তিনি। সেদিক থেকে দেখতে গেলে এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। আর দলে থাকতে যথেষ্ট উচ্ছসিত তিনি। অন্যদিকে প্রথম বিশ্বকাপ খেলবেন বিজয় শংকর। তিনি বলেছেন তার স্বপ্ন সত্যি হল। তাই অম্বাতি রায়ুডুর বদলে তার খেলার দিকে তাকিয়ে থাকবে সকলেই। এখন দেখার নিজেকে কতটা মেলে ধরতে পারে এই তরুণ অলরাউন্ডার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...