২০ মাস টানা বন্ধ থাকার পর সায়েন্স সিটির ‘টাইম মেশিন’ আবার চালু হল। শুধুমাত্র প্রজেক্টর হিসেবেই নয়, এলইডি স্ক্রিন সহ উদ্বোধন হল এই টাইম মেশিনের। ১৯৯৭ সালে তৈরি হওয়া টাইম মেশিন সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে ২০১৮ র এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়।
আসলে যে সংস্থা মেশিনটি সরবরাহ করেছিল, তারা ২০০০ সালে জানিয়ে দিয়েছিল, তারা আর সার্ভিসিং করার দায়িত্ব নিতে পারবেনা। তবুও কিছুদিন সায়েন্স সিটির তরফে রক্ষণাবেক্ষণ করার প্ৰচেষ্টা করা হয়, কিন্তু অবশেষে সঠিকভাবে তা না হওয়ার দরুন সায়েন্স সিটি কর্তৃপক্ষ টাইম মেশিন বন্ধ করে দিয়ে নতুন করে আপগ্রেড করার পরিকল্পনা করে। যা করতে খরচ পড়েছে ৫.৬ কোটি টাকা। নতুন টাইম মেশিনটিতে দু'টি ক্যাপসুল রয়েছে। প্রত্যেকটিতে ১৫ জন করে দর্শক বসে দেখতে পারবেন। ২০ টাকা করে টিকিটের দাম রাখা হয়েছে। ৬৪ইঞ্চির ৩ডি এলইডি স্ক্রিনে ছবি দেখানো হবে বলে জানালেন সায়েন্স সিটির ডিরেক্টর শুভব্রত চৌধুরি। ঘন্টায় প্রায় ৮-১০ করে শো দেখানোর পরিকল্পনা রয়েছে। ব্যস্ত দিনে মোট ১০০ শো দেখানো যাবে বলে মনে করছে সায়েন্স সিটি কর্তৃপক্ষ। ‘গ্রেট ওয়াল অফ চায়না’, ‘এয়ার ফাইটার্স’, ‘জার্নি টু দ্য বেস্ট’ প্রভৃতি ছবি সহ মোট ছ'টি ছবি দেখানো হবে। কিছুদিন আগেই সায়েন্স সিটিতে ৩ডি ফিল্ম স্ক্রিনিং করার মত ডিজিটাল স্পেস থিয়েটার-এর উদ্বোধন করা হয়েছে।
টাইম মেশিন দুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষত চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় সহ প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা। প্রতিদিন সকাল ১০টা থেকে এই শো শুরু হবে। শেষ শো শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭ টায়।