বিখ্যাত ভারতীয় কবি, অভিনেতা অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনকে শ্রদ্ধা জানাল পোল্যান্ডের একটি চার্চ। সম্প্রতি ছবির শুটিং- এ ইউরোপ গিয়েছেন বিগ বি। সেই সূত্রেই তিনি পোল্যান্ডে। তিন শতাব্দী প্রাচীন ‘পিস চার্চের বিশেষ প্রার্থনা’তে অংশ নিয়েছিলেন।
সেই অনুষ্ঠানের কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নিজের ব্লগে লেখেন, ‘পোল্যান্ডের অন্যতম প্রাচীন চার্চ। প্রায় ৩০০ বছরের পুরনো। পুরোটাই কাঠের তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের এই শহরের প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল। কেবল অক্ষত থেকে যায় এই চার্চটি। এখানেই বাবুজীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। শান্ত নীরব পরিবেশের মধ্যে অর্গানের সুর আলাদা অনুভূতি তৈরি করেছিল’।
T 3581 - At one of the oldest Churches in Europe , in Poland a prayer for Babuji .. so touched and such an emotional moment .. his soul must be at peace and love ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 15, 2019
Thank you Bishop and the people of Poland .. such an honour pic.twitter.com/dkcjUpEEN0
অভিনেতা সম্প্রতি তাঁর ইউরোপ সফরের ছবি পোস্ট করেছিলেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে বেশ কিছু শিশু উপস্থিত হয়েছিল। কিন্তু কোন দেশে সে বিষয়ে কোনও তথ্য ছিল না। জানা গিয়েছে ‘চেহরে’ ছবির শুটিং চলছে স্লোভাকিয়াতে। ছবিতে বিগ বির সঙ্গে দেখা যাবে ইমরান হাসমিকেও।
T 3580 -- इस आदर सम्मान का मैं हक़दार नहीं ; विनम्र विनय पूर्ण , आभार !
— Amitabh Bachchan (@SrBachchan) December 15, 2019
ये वो देश है विदेश में , जो पूज्य बाबूजी को सम्मानित करने जा रहा है । एक पुत्र के लिए इससे बड़ी भाग्यशाली अवस्ता नहीं हो सकती 🙏 pic.twitter.com/FmyYAIkL0F
রুমি জাফেরির পরিচালনায় ‘চেহরে’ ছবির শুটিঙে তিনি ইউরোপ উড়ে গিয়েছেন।
এছাড়াও সুজিত সরকারের ‘গুলাব সিতাবো’ এবং অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে তাঁকে।