প্রেমের গানে লতা

শিল্পীকে বাঁচিয়ে রাখে তাঁর শিল্প। এই কথাটা যে কতটা সত্য তার প্রমাণ লতা। তাঁর গানের কাছে মৃত্যুও হার মেনে নেয়। গান অমর। মানুষ যতদিন, লতার গানের আয়ুও ততদিন। তিনি চলে গেলেও তাঁর গান তাঁকে অমর করে রাখবে চিরকাল। মোট ৩৬ টি ভাষায় পঁচিশ হাজার গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বিশেষ করে তাঁর গাওয়া প্রেমের গান, বারবার শ্রোতা ফিরে আসে এইসব গানের কাছে। বছরের পর বছর ধরে সেই এক ট্র্যাডিশন।

 

LataMangeshkar

 

এই নিবন্ধে লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় কিছু গানের তালিকা তুলে ধরা হল।

১.লগ জা গলে: ১৯৬৪ সালে মুক্তি পাওয়া 'উহ কন থি?' ছবির জন্য এই গান গেয়ে ছিলেন লতা মঙ্গেশকর। গানটি লিখেছিলেন রাজা মেহেদী আলি খান। আর সুর দিয়েছিলেন মদনমোহন কোহলি।

২. এক পেয়ার কা নগমা হ্যায়: সঙ্গীত প্রেমী পছন্দের এই গানটি লিখেছিলেন সনতোশ আনন্দ। ১৯৭২ সালে মুক্তি পাওয়া 'সোর' ছবির জন্য লতামুকেশ এই গানটি গেয়েছিলেন।

৩. 'বাঁহো মেঁ চালি আও': লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি ব্যবহার করা হয়েছিল ১৯৭৩ সালে মুক্তি পাওয়া 'অনামিকা' ছবিতে। গানটি লিখেছিলেন মাজরো সুলতানপুরী আর কম্পোজ করেছিলেন আর.ডি.বর্মন

৪. 'তুম আগায়ে হো নুর আগায়া হ্যায়': সঞ্জীব কুমারসুচিত্রা সেন অভিনীত 'আঁধি' ছবির জন্য এই গান গেয়ে ছিলেন লতা মঙ্গেশকরকিশোর কুমার। গানটি লিখেছিলেন গুলজার ও সুর দিয়েছিলেন রাহুল দেব বর্মন

৫. 'তুঝে দেখা তো এ জানা': শাহরুখ খানকাজলের অভিনীত জনপ্রিয় হিন্দি ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির জন্য কুমার শানুলতা মঙ্গেশকর এই গানটি গেয়েছিলেন। গানটি লিখেছিলেন আনন্দ বক্সী। আর কম্পোজ করেছেন যতীনললিত

৬. 'কোরা কাগজ থা মন মেরা': ১৯৬৯ সালে মুক্তি পাওয়া 'আরাধনা' ছবির জন্য লতা মঙ্গেশকরকিশোর কুমার এই গান গেয়ে ছিলেন। গানটি লিখেছিলেন আনন্দ বক্সী। আর কম্পোজ করেছিলেন সচিন দেব বর্মন

৭. 'ভিগি ভিগি রাতো মে': লতা মঙ্গেশকরকিশোর কুমারের গাওয়া এই গানটি আজকের যুগেও খুব জনপ্রিয়। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া 'আজনাবি' ছবির জন্য তাঁরা এই গানটি গেয়েছিলেন। গানটি লিখেছিলেন আনন্দ বক্সী ও কম্পোজ করেছিলেন আর.ডি.বর্মন

৮. 'মেরা সায়া সাথ হোগা': 'মেরা সায়া' ছবির জন্য এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। জনপ্রিয় এই গানটি লিখেছিলেন রাজা মেহেদী আলি খান ও কম্পোজ করেছিলেন মদনমোহন কোহলি

৯. 'হামে অর জিনে কি চাহাত না হোতি': ১৯৪৩ সালে মুক্তি পাওয়া 'আগার তুম না হোতে' ছবির জন্য এই গান গেয়ে ছিলেন লতা মঙ্গেশকরকিশোর কুমার। গানটি কম্পোজ করেছিলেন আর.ডি.বর্মন

১০. 'হামকো হামি সে চুরালো': শাহরুখ খান, অমিতাভ বচ্চনঐশ্বর্য রাই অভিনীত 'মহাব্বাতে' ছবির জন্য এই গান গেয়েছিলেন লতা মঙ্গেশকরউদিত নারায়ণ। এই গানটি লিখেছিলেন আনন্দ বক্সী

এটা শেয়ার করতে পারো

...

Loading...