Last Sunset in India: ভারতের কোন স্থান থেকে শেষ সূর্যাস্ত দেখা যায়?

সূর্যোদয় ও সূর্যাস্ত প্রকৃতিপ্রেমী মানুষদের খুব কাছের দুই প্রাকৃতিক দৃশ্য। কোথাও ঘুরতে গেলে এই দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকে পর্যটকরা। দার্জিলিং –এর টাইগার হিল, মেঘালয়ের উমিয়াম লেক, মেরিন ড্রাইভ এমন অসংখ্য জায়গা রয়েছে এই তালিকায়।

কিন্তু জানেন কি, দেশের কোথায় শেষ সূর্যের আলো এসে পড়ে? অর্থাৎ ভারতের কোন স্থান থেকে শেষ সূর্যাস্ত দেখা যায়?

উত্তর, ভারতের গুজরাটের কচ্ছ জেলার গুহর মোতি গ্রাম। দেশের একদম পশ্চিমে অবস্থিত এই গ্রামটিতে দেশের শেষ সূর্যাস্ত দেখা যায়। সন্ধ্যা ৭:৪০ –এ এই অঞ্চলে সূর্যাস্ত হয়। এটি শেষ সূর্যাস্ত দেখার স্থান হিসেবে বিখ্যাত।

সূর্যের লাল আভায় যখন চারিদিক ভরে যায়, সেই দৃশ্য খুব মনোরম। শেষ সূর্যাস্ত দেখতে অনেক মানুষই ভিড় করেন এই গ্রামে। তবে শুধুমাত্র সূর্যাস্ত নয়, গুজরাটের মোতি গ্রাম শীতকালে পাখিপ্রেমীদের জন্যও বিখ্যাত। শীতকালে এখানে ফ্লেমিঙ্গো, পেলিকান ইত্যাদি পাখির আনাগোনা থাকে। এককথায় প্রকৃতির এক স্বর্গরাজ্য গুজরাটের মোতি গ্রাম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...