শেষ হতে চলেছে ধারাবাহিক 'আমি সিরাজের বেগম'। ঐতিহাসিক ঘটনা সম্বলিত এই ধারাবাহিক প্রথম দিন থেকেই মন কেড়ে নেয় দর্শকের। সিরাজের জীবনে বেগম লুতফন্নিসার ভূমিকা এই ধারাবাহিকের মূল উপজীব্য। রঙ চড়িয়ে কোনও বাড়তি গল্প দেখানো হয়নি এই ধারাবাহিকে। এক সামান্য জারিয়ার বেগম হয়ে ওঠার কাহিনি বর্ণিত হল এই ধারাবাহিকে। ধারাবাহিকের জন্য রিসার্চ করেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়।
লুতফন্নিসার চরিত্রে পল্লবী দে আর সিরাজের চরিত্রে শন বন্দ্যোপাধ্যায়- দুজনেই বহু পরিচিত মুখ নন। তবে এই ধারাবাহিকের মাধ্যমে তাদের ফ্যান ফলোয়ার সংখ্যা আজ উর্ধগামী। ওদিকে মীর্জাফরের চরিত্রে বাদশা মৈত্র অনবদ্য। এমন এক নেগেটিভ চরিত্রে এর আগে বাদশা মৈত্রকে দেখেননি দর্শক। ঘসেটি বেগমের চরিত্রে বাজিমাত করেছেন চান্দ্রেয়ী ঘোষ।
সিরাজের বড়ি বেগমের চরিত্রে শ্রীতমা রায়চৌধুরী এর আগেও বহু নেগেটিভ রোলে অভিনয় করেছেন। এখানেও নিজের অভিনয়সৌকর্য দেখিয়েছেন। বেগম সারফুন্নিসার চরিত্রে তুলিকা বসু; আমিনা বেগমের চরিত্রে মল্লিকা মজুমদার। নবাব আলিবর্দি খা'র চরিত্রে সোহন মুখোপাধ্যায়, মোহনলাল অমিতাভ দাস, বড়কির চরিত্রে আয়েন্দ্রি, ওমদাদ বেগমের চরিত্রে নিশা, আশরফির চরিত্রে সায়ক চক্রবর্তী, রাবেয়ার চরিত্রে শঙ্ঘশ্রী মিত্র, হামিদার চরিত্রে রূপা ভট্টাচার্য, শওকতের চরিত্রে আনন্দ চৌধুরী, ৪৭ গুলশানারা বেগমের চরিত্রে মোহনা মিম সহ গোটা টিম নিজেদের অভিনয় দক্ষতা দেখিয়েছেন এই ধারাবাহিকে।
ধারাবাহিকে গানের একটা বিশেষ ভূমিকা ছিল। গতকাল সিরাজের মৃত্যু দেখানো হয়েছে ধারাবাহিকে। বিশ্বাসঘাতক মীর্জাফরের দৌলতেই ইংরেজ সরকার এত সহজে বাংলা জয় করতে পেরেছিল তা ইতিহাস জানায়। কিন্তু এরপর কুচক্রী মীর্জাফরের কী দুর্গতি হয়েছিল তা চ্যানেল দেখাতে পারলে দর্শক খুশি হতেন। সম্পূর্ণতা পেত ধারাবাহিকটি। যে কারণেই হোক আজ এই ধারাবাহিকের অন্তিম পর্ব।
সিরাজের বেগম নাম নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন বেগম লুতফন্নিসা। প্রতিদিন তিনি সিরাজের সমাধিতে ফুল দিতেন আর প্রদীপ জ্বালাতেন। ধারাবাহিকের অন্তিম লগ্নেও সেই দৃশ্যই দেখবেন দর্শক।
আজ রাত সাড়ে ৯ টায় স্টার জলসায় 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকের অন্তিম পর্ব দেখতে ভুলবেন না।