ব্যাঙ্গালোরের শেষ চেষ্টা

সোমবার আইপিএল ২০১৮-র ৪৮তম ম্যাচে মুখোমুখি পাঞ্জাব ও ব্যাঙ্গালোর। খেলা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। চলতি মরশুমের শুরুতে পাঞ্জাবের যাত্রা শুভ হলেও পরের দিকে এসে বেশ কিছু ম্যাচ হেরে আপাতত তৃতীয় স্থানের জন্য কলকাতার সাথে লড়াইয়ে নেমেছে তারা। তাই আজকের ম্যাচ যথেষ্ঠ গুরুত্বপূর্ণ অশ্বিনদের জন্য। অন্যদিকে বিরাট কোহলী ও এবি ডিভিলিয়ার্সের ফর্মে ফিরে আসায় বাড়তি মনবল পাবে ব্যাঙ্গালোর। আর সেই ফিরে পাওয়া মনবল কে ভিত্তি করে আজকের ম্যাচে জয় পেতে মরিয়া আরসিবি। তবে এই মাঠেই আগের ম্যাচে কলকাতার কাছে পরাজিত হয়েছিল পাঞ্জাব তাই বলা যায় হোলকার পাঞ্জাবের জন্য অতটা সুপ্রশন্ন নয়। তবে দুই পক্ষেরই ব্যাটিং লাইনআপ ভাল থাকার ফলে আজকেও দর্শকরা একটি হাই-স্কোরিং ম্যাচ দেখতে পাবে। কিন্তু পাঞ্জাবের তুলনায় ব্যাঙ্গালোরের ব্যটিং লাইনআপ অনেকটাই স্থিতিশীল তাই আজকের ম্যাচে এগিয়ে থাকবে আরসিবি। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে জয় পাওয়ার হার ৬০ শতাংশ ব্যাঙ্গালোরের আর ৪০ শতাংশ পাঞ্জাবের। আর যদি কে এল রাহুলের সাথে সাথে ক্রীস গেইল যদি ছন্দ ফিরে আসে তাহলে এই পরিসংখ্যান উল্টেও যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...