আইপিএলের শুরু থেকেই মুম্বই দলে ছিলেন না তিনি। ওয়াংখেড়েতে দিল্লির কাছে ৩৭ রানে হারার একমাত্র কারণ ও ছিল তার দলে না থাকা। মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা ছিলেন তিনি। তাই হয়ত এবার থেকে পাশা পাল্টে যেতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের। তার কারন, আগামি দুটি ম্যাচের জন্য মুম্বই শিবিরে যোগদান করছে লাসিথ মালিঙ্গা। সূত্রের খবর অনুযায়ী শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আসন্ন সুপার প্রভিন্সিয়াল ওডিআই টুর্ণামেন্টে শ্রীলঙ্কার ক্রিকেটার দের অংশগ্রহন করায় বাধ্যবাধকতা জারি করে। যার ফলে আইপিএলে শ্রীলঙ্কার ক্রিকেটাররা অংশগ্রহন করতে পারে নি। সম্প্রতি মালিঙ্গার হয়ে সেই নির্দেশিকা একটু হাল্কা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা জানায় যে, মালিঙ্গা চাইলেই আইপিএলে যোগদান করতেই পারে কিন্তু তার মত বোলার লঙ্কা বাহিনীতে দ্বিতীয়টি নেই, তাই তার অভাব অপুরণীয়। সেই কারণেই মুম্বই ইন্ডিয়ান্সের আগামি দুটি ম্যাচ অর্থাৎ ব্যঙ্গালোরের ও পাঞ্জাবের ম্যাচে দল ফিরে পাচ্ছে মালিঙ্গাকে। এই দুটি ম্যাচ খেলার পর মালিঙ্গা আবার ন্যাশনাল ডিউটি তে ফিরে যাবে। এক সপ্তাহ ধরে চলবে এই প্রভিন্সিয়ান টুর্ণামেন্ট। তার পরে হয়ত স্থায়ী ভাবে মুম্বই দলে ফিরতে পারে মালিঙ্গা বলে সূত্রের খবর।