দুইদলই প্রথমবারের জন্য নামছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ফলে দুই শিবিরেই চলছে জোর প্রস্তুতি। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের অধিকাংশের মতে, দুই টেস্টের সিরিজে ভারত অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করতে পারবে। আর সেটা খুব ভালো করেই বুঝতে পারছে ক্যারিবিয়ান টিম ম্যানেজমেন্ট। সীমিত ওভারের ক্রিকেট-এ খারাপ ফলের পর টেস্ট-এ ঘুরে দাঁড়াতে মরিয়া জেসন হোল্ডাররা। আর তাই তাদের প্রস্তুতি শিবিরে ব্যাটসম্যানদের সাহায্য করতে এগিয়ে এসেছেন দুই কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা ও রামনারেশ সারওয়ান।
এই বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট জিমি অ্যাডামস জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লারা ও সারওয়ানকে বর্তমান খেলোয়াড়দের সাথে যুক্ত করতে, যাদের মধ্যে ইচ্ছা রয়েছে শেখার ও সাফল্য পাওয়ার। আমরা জানি তাদের এখনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আবেগ ও ভালোবাসা এখনও একইরকম আছে এবং তারা ইচ্ছুক বর্তমান যুগের খেলোয়াড়দের কাছে নিজেদের অভিজ্ঞতার সম্ভার তুলে ধরতে”।
অ্যান্টিগুয়ায় ২২ আগস্ট থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত-এর মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ-এর ব্যাটিং-এর মূল দায়িত্ব থাকবে ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ, রস্টন চেস, শিমরন হেটমায়ার, জন ক্যাম্পবেল এর মত তরুণ ব্যাটসম্যানদের উপর। পাশাপাশি অভিজ্ঞ ড্যারেন ব্রাভো ও জেসন হোল্ডারও রয়েছেন। ফলে লারা ও সারওয়ান-এর সংযুক্তি নিঃসন্দেহে ক্যারিবিয়ানদের দলে এক নতুন বাতাস বয়ে আনবে তা বলাই বাহুল্য।