কলকাতা পুলিশের সদর দফতর ‘লালবাজার’- এর নাম লালবাজার কেন, এই নিয়ে মানুষের মনে অঢেল প্রশ্ন। লালবাজার একটি সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। অনেকেই মনে করেন, ‘লালবাজার’ নামটি এই বিল্ডিংয়ের লাল রঙ থেকে এসেছে। কিন্তু, আসল গল্প কী?
২০১৮ সালে, কলকাতা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লালবাজারের নামকরণের উৎপত্তি সম্পর্কে জানায়। সেই পোস্টে তারা বলেন, এই নামটি শুধুমাত্র বিল্ডিংয়ের রঙের সাথে সম্পর্কিত নয়। প্রায় ২৫০ বছর আগে, লালবাজার যেখানে অবস্থিত সেই রাস্তা ছিল কলকাতার (তৎকালীন ক্যালকাটা) সবচেয়ে সুন্দর রাস্তা। এটি বর্তমান বিবাদী বাগের উত্তর-পূর্ব কোণ থেকে বৌবাজার পর্যন্ত বিস্তৃত ছিল। ব্রিটিশরা একে ‘বেস্ট স্ট্রিট অফ ক্যালকাটা’ বলতেন, আর স্থানীয়রা একে ‘গ্রেট বাংলো রোড’ নামে জানতেন। এই রাস্তায় অবস্থিত ছিল এক প্রাসাদোপম বাড়ি, যেখানে বাস করতেন জন পামার নামে একজন ধনকুবের ব্যবসায়ী। এই রাস্তা এবং বাড়িটি আজও রয়েছে। এই দক্ষিণমুখী চারতলা ভবনটিই এখন কলকাতা পুলিশের সদর দফতর।
তবে ‘লালবাজার’ নাম নিয়ে অনেক মত রয়েছে। কেউ কেউ মনে করেন এটি পুরানো ফোর্ট উইলিয়ামের লাল ছায়া থেকে এসেছে এই নাম, আবার কেউ মনে করেন এটি কলকাতা পুলিশের লাল পাগড়ির সাথে সম্পর্কিত।
আরেকটি মত অনুযায়ী, লাল মোহন বসাক নামে এক স্থানীয় ব্যক্তির প্রতিষ্ঠিত একটি বাজারের নাম থেকেই এই নাম এসেছে। ইতিহাসবিদ রেভারেন্ড জেমস লঙ মনে করেছেন, এই নামটি ১৭৬৮ সালে জন জাকারিয়া কিয়ার্নান্ডার নির্মিত মিশন চার্চের লাল ইটের সাথে সম্পর্কিত।
যদিও "লালবাজার" নামের আসল উৎপত্তি আজও অমীমাংসিত, তবে এটি স্পষ্ট যে নামটি শুধুমাত্র বিল্ডিংয়ের রঙের সাথে সম্পর্কিত নয়। তবে যতই মত থাকুক না কেন, লালবাজার কলকাতার ইতিহাস ও সংস্কৃতির একটি প্রতীক হিসেবে আজও বিদ্যমান।