লক্ষভেদ লক্ষ্য সেন-এর

‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জার’ জয় ভারতীয় শাটলার লক্ষ সেনের। মালয়েশিয়ার লিয়ং জু হাও- কে ২২-২০, ২১-১৮ ফলাফলে হারিয়ে এই খেতাব জিতলেন তিনি। এই জয়ের সঙ্গে সঙ্গে ২০১৯ সালের ৭টি টুর্নামেন্টে মধ্যে ৫টি তে জয় পেয়ে বছর শেষ করলেন লক্ষ্য ।

এই প্রতিযোগিতায় অন্যান্য ভারতীয় প্রতিযোগি অংশগ্রহণ করলেও, তাদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন লক্ষ্য সেন। মহিলাদের ডবলস বিভাগের ফাইনালে  মালয়েশিয়ার ট্যান পিয়ারলি কুং লি ও থিনা মুরলীথরণ জুটির বিরুদ্ধে ২০-২২, ১৯-২১ ফলাফলে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেণ ভারতের মনীষা কে ও ঋতুপর্ণা পান্ডা জুটি। পুরুষদের ডবলস বিভাগে চতুর্থ স্থানে থাকা মালয়েশিয়ান জুটি ই জুন চ্যাং ও কাই উন তি জুটির কাছে ২১-৫, ২১-১০ ফলাফলে পরাজিত হন ভারতের এমআর অর্জুন ও ধ্রুব কপিলা জুটি।প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সতীর্থ খেলোয়াড় রাজেশ ভর্মা কে হারানোর পর, মালয়েশিয়ার আরও তিনজন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছান লক্ষ্য সেন। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...