রাজ্য জুড়ে যখন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ঘটে চলেছে, ঠিক সেই সময় গ্রামের পড়ুয়াদের জন্য 'লক্ষ্যভেদ' নামে এক নতুন প্রকল্পের উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। গ্রামের পড়ুয়ারা যাতে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্য ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়ারা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য এরকম নতুন চিন্তা-ভাবনা। ১ ফেব্রুয়ারী থেকে এই নয়া প্রকল্পটি চালু করা হয়েছে। প্রায় ১৫০-রও বেশি পড়ুয়া এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অনুমতি পেয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পাবলিক সার্ভিস কমিশন, রেলওয়েজ, স্টাফ সিলেকশন কমিশন ও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। পরীক্ষার্থীদের সিলেকশন টেস্ট-এর মাধ্যমে বাছাই করা হচ্ছে জানানো হয়েছে। গত ১৫ জানুয়ারী থেকেই শুরু হয়ে গিয়েছিল এই প্রক্রিয়াটি।
পড়ুয়াদের জন্য প্রায় ৬ মাস ধরে ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে। ক্লাসগুলো চলবে সপ্তাহে তিন-দিন ধরে। এখানে পরীক্ষার্থীদের বিশেষ ট্রেনিং-এর পাশাপাশি বই ও ব্যাগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একমাত্র শিক্ষিত ও উচ্চাকাঙ্খী অথচ আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয় তেমন পড়ুয়াদের কথা ভেবেই এরকম উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা যাতে সিভিল সার্ভিস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যেই এই ট্রেনিং-এর ব্যবস্থা।
এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্যে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে বিনামূল্যে জানান, ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্ওয়ার ভূষণ। পুলিশ কমিউনিটি ফান্ড থেকে দেওয়া হচ্ছে পুরো প্রকল্পটির খরচ।