মাঘী পূর্ণিমায় মা ফুল্লরার আরাধনার মধ্য দিয়ে শুরু শতাব্দী প্রাচীন ফুল্লরা মেলা

বীরভূমের লাভপুরে শুরু হয়েছে মাঘী পূর্ণিমার শতাব্দী প্রাচীন ফুল্লরা মেলা। ১২৫তম ফুল্লরা মেলার উদ্বোধন হয়েছে শনিবার। এখন ১৬ দিন ধরে চলে মেলা। বোলপুর শান্তিনিকেতন থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ফুল্লরা বাংলার অন্যতম শক্তিপীঠ।

পীঠনির্ণরতন্ত্র অনুযায়ী এখানে সতীর ওষ্ঠ পড়েছিল— ‘অট্টহাসে চোষ্ঠপাতে দেবীসাফুল্লরাস্মৃতা’।

শিব যখন দক্ষযজ্ঞ ভঙ্গ করে যজ্ঞাহুতিতে প্রাণ দেওয়া সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্যে সৃষ্টিকে ধ্বংসে মেতেছিলেন, তখন বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন করেন। সতীদেহের সেই একান্নটি অংশ যেখানে যেখানে পড়েছে, সেই স্থানগুলিই সতীপীঠ নামে পরিচিত। ফুল্লরাও তেমন একটি সতীপীঠ।

ফুল্লরা মন্দিরের আদি ইতিহাস অত্যন্ত গৌরবের। ১৮৯৫ সালে গ্রামের বিত্তবান ব্যক্তি যাদবলাল বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন নতুন মন্দিরটি।

fu-1

মন্দিরের সামনেই বিশাল মাঠে মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে বসে বিশাল মেলা। মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে মেলা শুরুর ইতিহাসও আছে। কথিত, বুদ্ধগয়ার শ্রীমৎশঙ্করাচার্য মঠের সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি সাক্ষাৎ মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় কাশীধাম থেকে স্বপ্নাদিষ্ট হয়ে এই মাঘীপূর্ণিমা তিথিতেই লাভপুরে এসে পৌঁছেছিলেন।

জঙ্গলে আচ্ছাদিত কূর্মাকৃতির শিলাময় মাতৃমূর্তি তিনি নতুন করে আবিষ্কার করেছিলেন। সেই কারণে প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। চিড়ে ও মুড়ির ভোগই ৫১ সতীপীঠের অন‌্যতম লাভপুরের মা ফুল্লরার অন্যতম বৈশিষ্ট্য। ফুল্লরা মেলাও তাই প্রতি বছর মাঘী পূর্ণিমায় শুরু। ১৩০৬ বঙ্গাব্দের ৩রা ফাল্গুন বসেছিল প্রথম বারের ফুল্লরা মেলা।

শতবর্ষ প্রাচীন এই মেলায় কালের নিয়মে অনেক বদল এলেও মূলভাব অক্ষুন্নই থেকে গিয়েছে। হোম যজ্ঞ থেকে মাতৃ আরাধনা ছাড়াও আউল বাউল পীর দরবেশের গানে প্রতিবার মুখর হয়ে ওঠে ফুল্লরা প্রাঙ্গণ, এবারেও তার ব্যতিক্রম হয়নি।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...