এবার লা লিগায় ভারত

এ যেন এক স্বপ্ন পুরণ। ভারতীয় ফুটবলার হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলার স্বপ্ন সকলেই দেখে কিন্তু স্বপ্ন সত্যি হয় কজনের? তবে যারা এই স্বপ্নের স্বাদ উপভোগ করতে চলেছে তারা হল মুম্বইয়ের দুই তরুণ ফুটবলার রিয়ান কাটোচ ও আসিক শেখ আর বেঙ্গালুরুর দুই তরুণ ফুটবলার ঈশান মুরোলি ও বিদওয়াত শেট্টি। তার কারন লা লিগা ফুটবল স্কুল স্কলারশিপ প্রদান করা হয়ে ভারতের এই চার রত্নকে। খুব শিঘ্রই স্পেনের উদ্দেশ্যে রওনা দেবে তারা। যেখানে স্পেনের প্রথম সারির ক্লাব সিডি লেগানেসের সমবয়সি খেলোয়াড়দের সাথে প্রশিক্ষন নেবেন তারাও। প্রশিক্ষন চলবে ২৬ মে থেকে ৫ই জুন পর্যন্ত, যেখানে ফুটবলে টেকনিকালের পাশাপাশি নন টেকনিকাল বিষয়ও প্রশিক্ষন দেওয়া হবে তাদের। এমন কি স্পেনের বিখ্যাত তরুণ খেলোয়াড়দের সাথে ‘ফিজিক্যাল ট্রেনিং’ ও নেবে তারা। লা লিগার তরফ থেকে জানানো হয়েছে ভারতের কোনায় কোনায় লুকিয়ে আছে বহু প্রতিভা আর তাদের উদ্দ্যেশ্য-ই হল সেই প্রতিভাবান খেলোয়াড়দের, যথাযথ প্রশিক্ষন দিয়ে ভারতের ফুটবল-কে এক আলাদা মাত্রা প্রদান করা। লা লিগার এ হেন পদক্ষেপ যে পরবর্তীকালে ভারতীয় ফুটবলকে যে আরও পোক্ত করবে তা বলাই বাহুল্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...