বুমরাহ বনাম রাহুল

কলকাতার কাছে ২৮ রানে হেরে আজকে মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে কিংস ইলেভেন। ইডেন গার্ডেনে পরাজয়ের পর আজকের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কতটা প্রভাব ফেলতে পারে তা সময়ের অপেক্ষা। তবে রোহিত শর্মার বিরুদ্ধে ম্যাচ জিততে হলে চাই অন্য স্ট্র্যাটেজি। ব্যাটিং আর বোলিং বিভাগে একে অপরের সমান হলেও হার্দিক পান্ডেয়ার অনন্য পারফরম্যান্স বহু প্রতিকুল সময়ে মুম্বইয়ের কাজে লেগেছে। তাই ওপেনিং জুটির থেকেও মিডল অর্ডারে হার্দিক পান্ডেয়াকে আটকাতেই হবে পাঞ্জাব-কে। তবে হার্দিক পান্ডেয়ার থেকে কোনও অংশে কম যায় না ড্যাভিড মিলার। পাঞ্জাবের চিন্তার কারণ হল মুম্বইয়ের বোলিং বিভাগ। জসপ্রিত বুমরাহ ও লসিথ মালিঙ্গার পেস জুটি ধ্বংস করে দিতে পারে তাবড় তাবড় ব্যাট্যসম্যানদের। তার মানে এই নয় যে মুম্বই নিশ্চিন্ত। নিশ্চিত ভাবে মুম্বইয়ের চিন্তার কারন হতে পারে পাঞ্জাবের বিধ্বংসি ওপেনিং জুটি কেএল রাহুল ও ক্রিস গেইল। ধারাবাহিকতা না থাকলেও এরাও সক্ষম তাবড় তাবড় বোলিং লাইনআপকে ধ্বংস করে দিতে। যদি অ্যান্ড্রু টাই আর মহম্মদ শামি নিজেদের কাজটা ভালো ভাবে করে দিতে পারে তাহলে ঘরের মাঠে জয় নিশ্চিত পাঞ্জাবের। তাই আজকের ম্যাচে সব দিক থেকেই এগিয়ে থাকছে পাঞ্জাব।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...