ছন্দে রাহুল, চিন্তার ভাঁজ দিল্লি শিবিরে

চলতি আইপিএল মরশুমের ত্রয়োদশ ম্যাচে মোহালিতে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে খেলা হওয়ার দরুণ স্বভাবতই এগিয়ে থাকবে পাঞ্জাব। যদিও বা কলকাতাকে সুপার ওভারে হারিয়ে দিল্লির মনোবল তুঙ্গে থাকলেও দিল্লির ব্যাটসম্যানদের ধারাবাহিকতা পাঞ্জাবের তুলনায় একটু হলেও বেশি। সম্প্রতি কেএল রাহুল আর ক্রিস গেইল ফর্ম ফিরে পেলেও তাকে সম্পূর্ণরুপে ছন্দে থাকা বলা যাবে না। পাঞ্জাবের শক্তি তাঁদের বোলিং বিভাগ। সম্প্রতি অশ্বিন ও টাই তাদের হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেলেও দিল্লির বিরুদ্ধে জয় পেতে গেলে প্রয়োজন স্টেডি বোলিং। সেটা যতক্ষন না পাঞ্জাব প্রদর্শন করতে পারবে ততক্ষণ রিশভ পন্ত ও পৃথ্বি শ-দের আটকানো যাবে না। তাছাড়াও আজকে পাঞ্জাবের টপ অর্ডার কেএল রাহুল, ক্রিস গেইল ও মায়াঙ্ক আগ্রওয়ালের দিকে তাকিয়ে থাকবে কিংস ইলেভেন। ম্যাচে তাদের অনন্য পারফরম্যেন্স না থাকলে ঘরের মাঠে পাঞ্জাবের হার রোখা প্রায় অসম্ভব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...