দাপুটে অশ্বিন

 ব্যাট হাতে ৪ বলে ১৭ রান আর বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট, অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্স মোহালিকে মাতিয়ে রেখেছিলএকা হাতে রাজস্থানের কাছ থকে ম্যাচ ছিনিয়ে নিলেন তিনি। টস হেরে  প্রথমে ব্যাটিং পায় পাঞ্জাব। কেএল রাহুলের ৪৭ বলে ৫২ রান, মায়াঙ্ক আগ্রওয়ালের ১২ বলে ২৬ রান ও ডেভিড মিলারের ২৭ বলে ৪০ রানের জেরে রাজস্থানকে ১৮২ রান টার্গেট দেয় পাঞ্জাব। তবে ক্রিস গেইল সেই দানবিক রূপ ধারণ না করলেও তার ২২ বলে ৩০ রান দলকে প্রয়োজনীয় শুরুটা প্রদান করে। তবে সবার প্রদর্শন ছাপিয়ে যায় অধিনায়ক অশ্বিনের ঝোড়ো ইনিংস।  প্রায় শেষ মূহুর্তে এসে ৪ বল ১৭ রান কার্যকরি ভূমিকা নেয় কিংস ইলেভেনের। জবাবে ব্যাট করতে নেমে একমাত্র রাহুল ত্রিপাঠির ৪৫ বলে ৫০ রান ছাড়া রয়্যাল্সদের টপ অর্ডারে আর কোনও ব্যাটসম্যান দলের হয়ে সেই কার্যকরী ভূমিকা পালন করতে পারে নি। তবে রাজস্থানের হয়ে মাত্র ১১ বলে ৩৩ রান করে জয়ের ধারায় ফেরাতে চেষ্টা করেছিল লোয়ার অর্ডার ব্যাটসম্যান স্টুয়ার্ট বিনি। কিন্তু তা যথেষ্ট ছিল না ম্যাচ জেতার জন্য। ২ উইকেট পেলেও পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান দেয় মহম্মদ শামি। তার নির্ধারিত ৪ ওভারে তিনি ৪৬ রান দেন। তাই বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান করতে না পারলে সমস্যায় পড়তে পারে ভারতীয় বোলিং বিভাগ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...