দর্শক দরবারে হাজির 'কুসুমিতার গপ্পো'

"বাংলায় মহিলা ফুটবলের প্রচারের বড় অভাব। তবুও বাংলার মেয়েরা দম দিয়ে ফুটবল খেলে চলেছেন, জিতেছেন, নিয়মিত অনুশীলনও করছেন। বাংলার মহিলা ফুটবল একদিন সকলের মনের সাম্রাজ্যে বিরাজ করবেই"- কথাটা একবার বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা ফুটবলার শান্তি মল্লিক। সেই সব মহিলা ফুটবলারদেরই একজন কুসুমিতা দাস। তাঁর জীবনের ওঠাপড়ার কথা অনেকেরই জানা। খেলার খবরাখবর যাঁরা রাখেন তাঁরা জানেন কুসুমিতার কথা। আর এবার তাঁর জীবন নিয়েই ছবি বানালেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। আজ দর্শক দরবারে হাজির সেই ছবি- 'কুসুমিতার গপ্পো'। 

ছবিতে কুসুমিতার চরিত্রে ধরা দিচ্ছেন ঊষশী চক্রবর্তী। রয়েছেন রিয়েল লাইফ ফুটবলার শিলটন পাল। এ ছাড়াও রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ডালিয়া ঘোষ, রাহুল শেখ সহ আরও অনেকে।

ছবিতে একেবারে অন্যরকম ইমেজে ধরা দিচ্ছেন ঊষশী চক্রবর্তী। এখানে ফুটবল খেলতে দেখা যাবে তাঁকে। এই ছবির জন্য রীতিমতো ফুটবলের অনুশীলন করেছেন অভিনেত্রী। একইভাবে মোহনবাগানের গোলরক্ষক শিলটন পাল এই ছবিতে রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট ১২ টি হলে মুক্তি পেল 'কুসুমিতার গপ্পো'। স্বভাবতই উচ্ছ্বসিত পরিচালক। প্রথম দিনেই ভাল সাড়া মিলেছে বলে সূত্রের খবর।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...