কুন্ডুঘাট দালানের মাতৃ আরাধনা

কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন, তবে বর্তমানে সেই সংখ্যা হয়ত অনেকটাই বেশি হয়ে দাড়িয়েছে। তার কারণ আজ বাঙালির উৎসব শুধুমাত্র দুর্গা পুজো বা কালীপুজোয় সীমাবদ্ধ নয়। আর যদি জগদ্ধাত্রী পুজোর কথা হয়, তাহলে সেই পুজোর জাঁকজমক দেখতে বহু কলকাতাবাসী পারি দেয় চন্দননগরের উদ্দ্যেশ্যে।

তাই জিয়ো বাংলাও পৌঁছে গিয়েছিল সেখানে। সঙ্গে পেয়ে গিয়েছিলাম কুন্ডুঘাট দালান জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের সঙ্গে। জেনে নিলাম তাদের পুজোর বিষয়ে। এইবছর ৪০তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। তাই দর্শনার্থীদের যাতে প্রতিমা দর্শনে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য সদা তৎপর কমিটির সদস্যারা। বিশেষ নজর রাখা হবে তাদের নিরাপত্তার দিকেও। হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকাল বা কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে নামতে হবে চন্দননগর স্টেশন। সেখান থেকে টোটো ধরে কুন্ডুঘাট পোস্ট অফিস সংলগ্ন বক্সিগোলি বাস স্টপের নিকটে অবস্থিত কুন্ডুঘাট দালান জগদ্ধাত্রী পুজো কমিটির মন্ডপ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...