কুম্ভমেলা যেন বদলে দিয়েছে তাঁর জীবন। যা কিছু স্বপ্ন বলে মনে হত, সে সব আশা বাস্তব হয়ে হাতছানি দিয়ে ডাকছে তাঁকে। জীবনের এমনই এক বদলের সামনে দাঁড়িয়ে আছেন উত্তরপ্রদেশের বাসিন্দা, বানজারা সম্প্রদায়ের কন্যা মোনালিসা।
কুম্ভমেলায় পুতির মালা বিক্রি করতে গিয়েছিলেন মোনালিসা। তিনি দীর্ঘ দিন ধরেই নর্মদার তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করেন তিনি। তবে কুম্ভমেলায় মালা বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েন। ব্লগারদের দৌলতে মোনালিসার চোখের সৌন্দর্যে মুগ্ধ হয় নেটিজেনরা। তবে ব্লগারদের ভিড় একসময় এমন পর্যায়ে পৌঁছায় যে, মোনালিসা কুম্ভমেলা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। এমনকি মালা বিক্রির জীবিকাও লাটে উঠে যায়। কিন্তু তাঁর বদলে গ্ল্যামার দুনিয়ার দরজা খুলে যায় তাঁর সামনে।
এরপর শুরু হয় তাঁর এক অন্য জীবন। গত ১৪ ফ্রেব্রুয়ারি প্রথমবার বিমানে চড়ে কোজিকোড়ে যান মোনালিসা। সেখানে ববি চেম্মানুর নামে জনৈক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন তিনি। নতুন সাজে তাঁকে দেখে সেই পুরনো মোনালিসাকে চেনার উপায় নেই। ছোটবেলা থেকেই মালা বিক্রি তাঁর প্রধান জীবিকা ছিল, সেকারণে পড়াশোনা শেখা হয়ে ওঠেনি তাঁর। কিন্তু ভাঙা ভাঙা হিন্দি ভাষা ছেড়ে আমন্ত্রিতদের সঙ্গে মলয়ালমে কথা বলেও অবাক করে দিয়েছেন সকলকে।
মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বা়ড়ি। নেটপ্রভাবীদের কল্যাণে ইতিমধ্যেই পরিচালক সনোজ মিশ্রর সিনেমা ‘দি ডায়েরি অফ মণিপুর’ –এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য অফার পেয়েছেন তিনি। জীবনের নতুন এই অধ্যায়কে কতটা সফলভাবে কাজে লাগান তিনি, তা দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।