৮০তে পা দিলো কুমোরটুলি সর্বজনীনের পুজো

উত্তরকলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত পুজো হলো কুমোরটুলি সার্বজনীন২৯শে জুলাই হয়ে গেলো এই বিখ্যাত পুজোর খুঁটিপূজা। এইবছর কুমোরটুলি সার্বজনীনের পুজো ৮০তে পদর্পন করলো। তারা এদিন খুঁটিপুজোর সাথেসাথে রক্তদান শিবিরও আয়োজন করেন।খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ দেবাশীষ কুমার, ফুটবলার বিকাশ পাঁজি, মৃৎ শিল্পী পরিমল পাল প্রমুখ। পরে উপস্থিত হন মোহনবাগান ক্লাবের কর্মকর্তা দেবাশীষ দত্ত ও সৃঞ্জয় বসু।এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ও এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ও সুধীজনেরা এবং আশপাশের পূজার উদ্যোক্তারা। এবং এখানকার পাড়ার মানুষদের উপস্থিতি  এই অনুষ্ঠানকে সাফ্যল মন্ডিত করে তোলেন। এই বছর কুমোরটুলি সর্বজনীনের থিম হলো "মাটির ফিসফাস" এবং প্রতিমা শিল্পী হলেন পরিমল পাল|

এটা শেয়ার করতে পারো

...

Loading...