কুদঘাট প্রগতি সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

গত ৬০ বছর ধরে সাবেকিয়ানার হাত ধরে থাকা কুদঘাট প্রগতি সংঘ দর্শনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে গত পাঁচ বছর ধরে থিমের পথে হেঁটেছে| জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন কুদঘাট প্রগতি সংঘের সদস্যবৃন্দ।পুজোর আড্ডা @জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক সিঞ্চিতার সাথে আড্ডার ছলে ক্লাবের কিছু কথা ভাগ করে নিলেন ক্লাবের সম্পাদক শ্রী গৌতম সাহা, ক্লাবের সদস্য শ্রী রতন রায় এবং পুজোর সম্পাদক শ্রী পীযুষ সাহা

তারা জানালেন, এই বছর ৬৫ তম বছরে পদার্পন করলো যাদের এই ক্লাবের পুজো। সাবেকি থেকে হঠাৎ থিমে পরিবর্তনের সময় পাড়ার গুরুজনদের সাথে মতপার্থক্য থাকলেও অবশেষে থিমের হাতই ধরেছেন তারা। এই বছর থিমে বিশেষ চমক থাকছে বলেই জানা গেছে। এইবছর রাজস্থানের পুজোর সংস্কৃতি তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে। রাজস্থানে শিব-গৌরির পুজোর একটি বিশেষ সংস্কৃতি তুলে ধরা হবে সকলের সামনে। থিমশিল্পী সঞ্জয় বর্মনের হাত ধরে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে এই ক্লাবের পুজো মণ্ডপ। পুজো ছাড়াও সারাবছর এই ক্লাবের পক্ষ থেকে নানা সামাজিক কাজকর্ম করা হয়। দুঃস্থ ছেলেমেয়েদের সহায়তা, কৃতি ছাত্রছাত্রীদের বইখাতা প্রদান, ডেঙ্গু সচেতনতা, পুকুরে গাপ্পিজাতীয় মাছ ছাড়া প্রভৃতি কাজ করে ইতিমধ্যে বিভিন্ন পুরস্কারও ঝুলিতে পুড়েছে এই ক্লাব।

পুজোর সময় সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের জন্য অন্নভোগের ব্যবস্থা থাকে। অষ্টমী এবং নবমীর দিন মহাভোজের সময় প্রায় ২০০০ মানুষকে খাওয়ান এই ক্লাব। ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা কর্মী থেকে শুরু করে নিজস্ব ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকে এই ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও বয়স্কদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা থাকে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে অগ্নি নির্বাপন ব্যবস্থাও থাকছে এই ক্লাবটিতে। এই ক্লাবটিতে পৌঁছাতে গেলে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে নেতাজি মেট্রো স্টেশনে। সেখান থেকে অটো বা রিকশা করে পৌঁছাতে হবে পূর্ব পুঁটিয়ারি | যাওয়ার পথেই বামদিকে দেখতে পাবেন এই ক্লাবের সুসজ্জিত মণ্ডপটিকে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...