খ্যাতনামা ফুটবলার কৃশানু দে’র জীবনের গল্প হাজির হতে চলেছে ২৯ অগাস্ট। শুধুই যে ফুটবলারের জীবনকাহিনি তেমনটা নয়, থাকবে মাঠের গল্প। থাকবে সংগঠকদের গল্প। পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা ফুটবলের মজা পাবেন এই সিরিজে। আর যারা খেলা ভালোবাসেন না তাঁদেরও বঞ্চিত করা হবে না। থাকবে তাঁদের পছন্দসই কিছু গুল্পও। এমনটাই জানিয়েছেন সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসার সৌভিক দাশগুপ্ত।
তিনি আরও জানান- "অনেক কষ্ট করে সেই সময়কার ফুটবলের ইতিহাস জোগাড় করেছি আমরা। দূরদর্শন কিংবা আকাশবাণীতে কোনও আর্কাইভ নেই সেই দিনগুলোর। অবাক হয়েছি খুব।"
সিরিজটিকে নিছকই কৃশানু দে'র বায়োপিক বলছেন না পরিচালক কোরক মুর্মু থেকে শুরু করে সৌভিক দাশগুপ্ত কেউই। তখনকার দিনের ফুটবল ম্যানিয়া এবং ঘটি-বাঙালের ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াইয়ের মুহূর্ত তুলে ধরা হবে সিরিজে। থাকবে দলবদলের অনেক অজানা ইতিহাস। আর থাকবে মাঠের রাজনীতি। এই সব কিছু নিয়েই এই সিরিজ। ভারতীয় ফুটবলের মারাদোনা বলা হয় কৃশানু দে'কে। এহেন কোনও আখ্যা এই ফুটবলারের পরে আর কেউ পাননি। আর তাঁকে কেন্দ্রে রেখেই তৈরি হয়েছে 'কৃশানু কৃশানু'।
কৃশানু দে'র চরিত্রে দেখা যাবে মধ্যপ্রদেশের অনুরাগ উরহামকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকছেন দেবেশ রায়চৌধুরী, দেবতনু, সাগ্নিক চৌধুরী, ইলিনা কাজান, বাদশা মৈত্র সহ আরও অনেকে। ঘটনাগুলি সাজিয়েছেন সৌভিক দাশগুপ্ত, কল্লোল লাহিড়ী, অভ্র চক্রবর্তী, চন্দ্রোদয় পাল। সঙ্গীত পরিচালক গৌরব চট্টোপাধ্যায় (গাবু)। শিল্প নির্দেশক আনন্দ আঢ্য়। সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত।
সিনেমাটোগ্রাফারের দায়িত্বটি সামলেছেন মৃণ্ময় মণ্ডল। সিরিজের ভাবনা ও রূপায়ণ 'টিভিওয়ালা মিডিয়ার'। প্রযোজনায় জ্যোতি প্রোডাকশন্স।
আটটি এপিসোডে দেখানো হবে সিরিজটি। ২৯ অগাস্ট দর্শক দরবারে হাজির হবে 'কৃশানু কৃশানু'।