দায়িত্ব পেলেন কোটাক

রাহুল দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি হেড কোচ হিসেবে নির্বাচন হওয়ার পরেই জল্পনা চলছিল তার ভারতীয়- দল অনুর্ধ্ব ১৯ দলে কোচ হিসেবে থাকার স্থায়িত্ব নিয়ে। আর সেই আশঙ্কা এবার সত্যি হল। আসন্ন দক্ষিণ আফ্রিকা- দলের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয়- দলের কোচ পরিবর্তন করল বিসিসিআই এমনকি গোটা সাপোর্ট স্টাফেই পরিবর্তন আনলেন বিসিসিআই। পাশাপাশি অনুর্ধ্ব ১৯ দলেরও কোচ পরিবর্তন করল ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন।

ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নির্বাচিত হলেন সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার সিতাংশু কোটাক পাশাপাশি প্রাক্তন ভারতীয় অফস্পিনার রমেশ পাওয়ার বোলিং কোচের দায়িত্ব পালন করবেন এবং টি দিলীপ থাকবেন ফিল্ডিং কোচ হিসেবে। নিজের ক্রিকেটীয় কেরিয়ারে সৌরাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট ৮০৬১ রান করেন কোটাক ২০১৩ সালে অবসর নেওয়ার পর তিনি সৌরাষ্ট্রের কোচ হিসেবে ছিলেন বেশ কিছুদিন। পাশাপাশি ভারতীয় মহিলা দলের হয়ে বোলিং কোচের দায়িত্ব সামলেছিলেন রমেশ পাওয়ার। কিন্তু তৎকালীন অধিনায়িকা মিতালি রাজ-এর সাথে ঝামেলা হওয়ার দরুণ কোচের পদ থেকে সরে যেতে হয় পাওয়ারকে। এবং টি দিলীপ এর আগে হায়দ্রাবাদ রঞ্জি দলের হয়ে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন।

এছাড়া ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার পরশ মামব্রে এবং দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান হৃষিকেশ কানিতকার ফিল্ডিং কোচ হচ্ছেন অভয় শর্মা যদিও মামব্রে অভয়, রাহুল দ্রাবিড়ের সাথেই এনসিএ-তেই কাজ করবেন। কিন্তু প্রয়োজন অনুযায়ী তাদের অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্ব সামলাতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...