তামাক শরীরের পক্ষে ক্ষতিকারক।তামাক সেবন মৃত্যুর কারণ। এই বিষয়টিকে কেন্দ্রে রেখে এই প্রথম কোনও বাংলা ছবি দেখল দর্শক। আর তা নিয়ে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি। ছবির নাম 'কণ্ঠ'।তামাক সেবনে একজন রেডিও জকির কণ্ঠ রোধ হয়ে যায়। আর এটা যে একজন কণ্ঠশিল্পীর পক্ষে কতটা যন্ত্রণাদায়ক তা বলাই বাহুল্য। শুধু কণ্ঠশিল্পী কেন যে কোনও মানুষের জন্যই তা বেদনার।দর্শকমনে বেশ ভাল রকমের সাড়া ফেলেছে এই ছবি। আর এবার সেই 'কণ্ঠ' হুঙ্কার দেবে বিদেশের মাটিতে। আমেরিকার ১৪ টিরও বেশি জায়গায় রিলিজ করল এই ছবি। ক্যালিফোর্নিয়ার তিনটিরও বেশি জায়গায় মুক্তি পেতে চলেছে 'কণ্ঠ'। পাশাপাশি মালায়ালম ভাষাতেও রিলিজের ছাড়পত্র মিলেছে। উইন্ডোজের ব্যানারেই আসবে সেই ছবি।
কণ্ঠ শুধু এক রেডিও জকির কণ্ঠস্বর হারিয়ে যাওয়ার কথাই বলেনি। একজন ক্যানসার রোগীর লড়াই করার রসদও জুগিয়েছে।