র‍্যাপিড দাবায় মা হওয়ার পর বিশ্বজয়ী হাম্পি

মা হওয়ার জন্য দুবছর দাবা প্রতিযোগিতার বাইরে ছিলেন। ২০১৮ সালে ফিরেই একবছরের মধ্যে র‍্যাপিড দাবায় বিশ্বজয় করলেন কোনেরু হাম্পি।

প্রথম রাউন্ডে হেরে গেলেও হাম্পির এই দুর্দান্ত জয় কঠিন মানসিকতার লক্ষন বলে মনে করা হচ্ছে। মা হওয়ার পর দাবায় ফিরেই এক বছরের মধ্যে বিশ্বজয়ী হওয়ার জন্য হাম্পিকে অভিনন্দন জানান দাবার জগতের তারকারা। ছেলেদের র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছে ম্যাগনাস কার্লসেন। মোট সাড়ে এগারো পয়েন্ট পেয়ে এই খেতাব অর্জন করেন নরওয়ের তারকা।

এর আগে ২০১৭ সালে বিশ্বনাথন আনন্দ র‍্যাপিড দাবায় বিশ্ব জয় করেছিলেন। হাম্পি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব অর্জন করলেন।  শেষ রাউন্ডে চিনের তাং ঝংগেই এর বিরুদ্ধে জিতে যান হাম্পি। এরপর ট্রাইব্রেকে চিনের লেই তিংজিয়ের বিরুদ্ধে জয় পান হাম্পি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি র‍্যাপিড দাবায় বিশ্বজয় করেন। খেতাব জিততে হলে শেষ দু রাউন্ডে তাঁকে জিততেই হত। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখান হাম্পি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...