এবার এক কার্ডেই সব যানের ভাড়া মিটবে

এবার একটি স্মার্ট কার্ডেই আপনি  বাস, ট্রাম, মেট্রো, সরকারি বাস ও ফেরির ভাড়া মেটাতে পারবেন আপনি। পুজোর  আগেই এরকম পরিষেবা শুরু হতে চলেছে রাজ্যের উদ্যোগে। বিদেশের অনুরূপ এই ব্যবস্থা এরাজ্যে চালু করার কথা ভাবা হয়েছিল অনেক আগেই এবার তার প্রক্রিয়াকরণ শুরু হবার অপেক্ষা। এই ব্যবস্থা চালু হলে বাঁচবে সময়।প্রয়োজন মত যানবাহন চড়তে পারবেন যাত্রী সাধারণ।

যাত্রীদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। এবার মেট্রোর সহায়তা মেলায় সেই স্মার্ট কার্ড চালু করতে আর কোন প্রতিকূলতা নেই। পুজোর আগেই তা চালুর চেষ্টা করছে রাজ্য। এবিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের পরিবহন দফতর। এই স্মার্ট কার্ড কোথায় পাওয়া যাবে বা এতে কত টাকা ভরা যাবে এসবই নির্ধারণ করবে পরিবহন দফতর।সেই প্রক্রিয়াকরণ শেষ  হলেই বিদেশে বহু আগেই চালু হওয়া স্মার্ট কার্ড এবার চালু হতে চলেছে কলকাতাতেও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...