কলকাতার প্রথম পিরিয়ড ফেস্টিভ্যাল

'আর্টস ফর চেঞ্জ', 'ওয়াইল্ড স্ট্রবেরি' এবং 'গ্লোবাল শেপার্স কলকাতা হাব'- এর যৌথ উদ্যোগে গতকাল কলকাতার বুকে পালিত হলো কলকাতার প্রথম পিরিয়ড ফেস্টিভ্যাল। 'পি৪পজিটিভ, পি৪পিরিয়ড নামাঙ্কিত এই অনুষ্ঠানটি ছিল আসলে মেন্সট্রুয়াল হাইজিন ডে-এর জন্য। প্রতিবছর ২৮শে মে সমগ্র বিশ্বে পালিত হয় মেন্সট্রুয়াল হাইজিন ডে। পিরিয়ড নিয়ে মানুষের মনে গড়ে ওঠা নানা ট্যাবু ভেঙে দেওয়াই লক্ষ্য ছিল এই অনুষ্ঠানের।

নানা উদ্ভাবনী কার্যক্রমের মধ্যে দিয়ে পালিত হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আলোচিত হয় মেন্সট্রুয়াল সামগ্রী প্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে। এছাড়াও মেন্সট্রুয়াল হেলথ ম্যানেজমেন্ট (এমএইচএম)-এর নানা কর্মকান্ড যথা হাইজিনিক টয়লেট ব্যবহার করা, পর্যাপ্ত পরিমান জল ব্যবহার করা, সাবান ব্যবহার প্রভৃতি নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী অধিকার কমিটির থেকে বিশিষ্ট কিছু মানুষ, ছিলেন সামাজিক উদ্যোক্তাগণ।

এই অনুষ্ঠানের প্রথম সেশন পালিত হলো এইবছর। রবিবার, ২৬শে মে ওয়াইল্ড স্ট্রবেরিতে এই অনুষ্ঠান পালিত হয়। এর সাথে সেই অনুষ্ঠানে প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। এই প্যানেল ডিসকাশনের নাম দেওয়া হয় 'মাসিক বৈঠকি আড্ডা' আবৃত্তি, গল্প বলা, আর্টস, নাটক প্রভৃতির মাধ্যমে এই অনুষ্ঠানটির সূচনা হয়। এই অনুষ্ঠানে নারীরা তাদের প্রথম পিরিয়ডের অনুভূতির কথাও জানান। আর্টস ফর চেঞ্জ এর ডিরেক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি জানান, আর্টস হলো এমন একটি প্ল্যাটফর্ম যা খুব সহজেই মানুষের মন থেকে পিরিয়ড সংক্রান্ত ভাবনা দূর করতে সক্ষম হবে। তাদের তরফ থেকে জানানো হয়, ২৮শে মে মেন্সট্রুয়াল হাইজিন ডে-তে দারিদ্রসীমার নিচে থাকা শিশুদের মেনস্ট্রুপিডিয়া বইও দেওয়া হবে। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...