এক নম্বরে বাঙালির সেরা উৎসব

সারাবছর হাড়ভাঙ্গা খাটুনির পর আশ্বিনের চারদিনের অনুষ্ঠান আমাদের মনে আনে তৃপ্তি, বয়ে আনে শান্তি ও সুখের বার্তা| ছোটবেলার স্মৃতির পাতা উল্টে দেখলে কিংবা চিরাচরিত স্বভাবে আমরা আজও বোধহয় নতুন বছরের ক্যালেন্ডার এলে ঠিক ৯টা পাতা উল্টে ১০ নম্বর পাতায় অর্থাৎ অক্টোবর মাসের লাল কালির ওই চারটে দিন দেখি,  মানে বছরর দুর্গাপুজোটা কবে সেটাই দেখার| এবার বাংলা তথা কলকাতার দুর্গাপুজোর মুকুটে নতুন পালক| ইউনেস্কোর বিচারে বিশ্বের সংস্কৃতি বিভাগে মনোনয়ন পেল বাঙালির সব উৎসবের সেরা উৎসব দুর্গাপুজো| আগামী বছর অর্থাৎ ২০২০ সালের তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম উঠলো শারদোৎসবের|  রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার’ সত্যিই তাই,  এই উৎসবে যে বৈচিত্র্যের মাঝে ঐক্য রয়েছে তাই সবথেকে বেশি নজর কেড়েছে সকলের| এই উৎসবে যে রং,  রূপ, গন্ধ আছে তার দ্বারাই এই উৎসবের মুকুটে নতুন পালক|  শুধুই তাই নয় সূত্রের খবর থেকে জানা গেছে যে বৈচিত্রের মাঝে ঐক্য’ এই বিষয়টিতেই সবথেকে বেশি মুগ্ধ হয়েছেন ইউনেস্কো কর্তারা| 

ভারতবর্ষের বেশ কয়েকটি উৎসব নিয়েই ইউনেস্কোর অন্দরে কথা হয়েছে কিন্তু ইউনেস্কোর বিচারে বিশ্বের সংস্কৃতি বিভাগের তালিকায় নাম উঠে গেল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর|  সূত্রের খবর থেকে আরও যান গেছে  যে কেন্দ্রের অধীনস্থ স্বশাসিত সংস্থা সঙ্গীত নাটক আকাদেমির কর্তাব্যক্তিদের চুলচেরা বিচারে সকলের মনে জায়গা করে নিয়েছে শারদোৎসব | এরপর আবার গত কয়েক বছরের পুজোর কার্নিভাল পুজোয় এক অন্য মাত্রা যোগ করেছে| বিদেশের অন্যান্য জায়গার মত কলকাতাতেও এই কার্নিভাল যেন পুজো শেষের দিনগুলিকে আরও বেশি রঙিন করে তুলেছে| তাছাড়া মুখ্যমন্ত্রীর নানা উদ্যোগে কলকাতার সেরা পুজোগুলি বিশ্বের আঙ্গিনায় আরও বেশি করে পরিচিতি লাভ করছে| কলকাতা থেকে শিল্পীরা বেশি মাত্রায় যাচ্ছেন অন্য দেশে এমনকি ভিনরাজ্যে ঠাকুর গড়ার কাজ করতে | যাচ্ছেন বাংলার এই উৎসবকে ঘিরে জীবিকা নির্বাহের খোঁজে | শুধুই শহর নয় স্বীকৃতি পেয়েছে মফস্বলের পুজোগুলিও| ২০২০ সাল থেকে এবার ইউনেস্কোর তালিকায় নাম থাকছে দুর্গাপুজোর|

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...