কলকাতা-ইয়াঙ্গন বিমান পরিষেবা

সম্প্রতি ওয়াই এসি এল এবং ইন্ডিগো এয়ারলাইন্স যৌথভাবে 'এনচ্যান্টিং মায়ানমার ২০১৯'-এর আয়োজন করেছিল। ভারতের পারস্পরিক পর্যটন, সংস্কৃতি ও বাণিজ্যকে তুলে ধরতেই এই আয়োজন। দুই দেশের মধ্যে বিমান পরিষেবা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ওয়াই এসি এল কর্তৃপক্ষ।

     কলকাতা থেকে সরাসরি ইয়াঙ্গন পর্যন্ত বিমান পরিষেবা চালু হতে চলেছে বলে জানিয়েছেন ইয়াঙ্গন এরোড্রোম কোম্পানি লিমিটেডের সিইও হো চি টং। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়ানমার পর্যটনের মার্কেটিং চেয়ার পার্সন মে মায়াৎ মন ইউন, ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্সের চেয়ারপার্সন দেবজিৎ দত্ত, এয়ার ইন্ডিয়ার জিএম সঞ্জয় মিশ্র, ইন্ডিগো এয়ারলাইনসের এভিপি আর শ্রীকৃষ্ণ সহ উভয় দেশের বিমান সংস্থা ও পর্যটন সংস্থার প্রতিনিধি এবং আরও অনেকে। এয়ার ইন্ডিয়ার জিএম সতীশ মিশ্র জানান, দিল্লি-ইয়াঙ্গনের মধ্যে বিমান পরিষেবা সপ্তাহে তিনদিন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতা থেকে গয়া হয়ে ইয়াঙ্গন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করবে প্রতি সোম ও শুক্রবারশ্রীলংকা থেকে মায়ানমারের মধ্যে বিমান চলবে চেন্নাই ও কলকাতা হয়ে এছাড়াও সপ্তাহে দু'দিন মুম্বই ও ইয়াঙ্গনের মধ্যে বিমান চলবে বলে সূত্রের খবর। এই পথে ইন্ডিগো এয়ারলাইন্স তাদের বিমান চালাবে। যাত্রীরা ইকনমি ক্লাসে ৩০ কেজি ও বিজনেস ক্লাসে ৪০ কেজি মাল বহন করতে পারবে।

     বিভিন্ন দেশ থেকে মায়ানমারে আসা পর্যটকের হার ৩২ শতাংশ। সেখানে ভারত থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। উভয় দেশের মধ্যে ঐতিহাসিক একটি সম্পর্ক রয়েছে। ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে মায়ানমারের যোগাযোগ থাকলেও সরাসরি কলকাতার সঙ্গে এতদিন কোনো সরাসরি বিমান ছিলনা। সেই সংযোগ বাড়াতেই এই উদ্যোগ বলে জানান হো চি টং। বলাই বাহুল্য, এই বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো দৃঢ় হবে।

     

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...