Kolkata Weather Update: পুজোর দিনগুলিতে কেমন বৃষ্টি হবে কলকাতায়? জেনে নিন।

পুজোয় বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে প্যান্ড্যাল হপিং করতে হবে ভেবে মন ভারাক্রান্ত ছিল কলকাতাবাসীর। কিন্তু নিম্নচাপ সমস্যায় ফেললেও পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টি হবেনা বলেই আশ্বস্ত করলো আলিপুর আবহাওয়া দপ্তর।

 

হাইলাইটসঃ
১। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস
২। পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই
৩। নিম্নচাপের জেরে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে

শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় যা ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। ওইদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৯-৯৭ শতাংশ।

তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৬-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু বঙ্গোপসাগরের বুকে আজ অর্থাৎ শুক্রবার থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেকারণে আজ কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ হতে পারে। এছাড়াও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে তারা। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সমস্যা থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারের পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও দুর্গাপুজোর দিনগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া জলীয় বাষ্পের কারণে কিছুটা অস্বস্তি বাড়তে পারে।

এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। ফলে পুজোয় আনন্দে ঘোরা মাটি হবেনা কারোর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...