Kolkata Weather Update: পুজোয় কতটা প্রভাব ফেলবে বৃষ্টি? রইল বিস্তারিত তথ্য

আর কিছুদিন পরেই মহালয়া। তাই বর্তমানে দুর্গাপূজা নিয়ে বাঙালীর প্রস্তুতি তুঙ্গে। উমার আগমনের প্রতিক্ষায় রয়েছে সবাই। কিন্তু এই আনন্দে জল ঢালতে পারে নিম্নচাপ ও বৃষ্টি। এই বছর পুজো শুরু ৯ই অক্টোবর থেকে। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাতে বর্ষা থাকবে ১৫ অক্টোবর অবধি। অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বাংলায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পুজোর মধ্যে আনন্দে ভাটা টানতে পারে বৃষ্টিপাত।

 

হাইলাইটসঃ
১। বাংলাতে বর্ষা থাকবে ১৫ অক্টোবর অবধি
২। শুক্রবার কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে
৩। এইদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকতে পারে

তবে আজ অর্থাৎ শুক্রবার কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাতাসে অপেক্ষাকৃত বেশি আর্দ্রতা থাকবে। এইদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯৫ শতাংশ।

তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে, কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি স্বস্তি দেবে ছুটির দিন শনি ও রবিবারে, কারণ ওই দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রায় নেই।

এছাড়াও শনিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়াও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...