সেরা কলকাতা

আবার সেরার তালিকায় বাংলা|,  বাংলা এগিয়ে সবদিক থেকে|  রাজ্যের গৃহীত প্রকল্প গুলির মধ্যে সেরার তালিকায় নাম উঠেছে বাংলার|  তবে তার মধ্যে চোখে পড়ার মত খবর যেটি,  সেটি হলো রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানাধিকারী কলকাতা বিশ্ববিদ্যালয়, যা দেশের মধ্যে প্রথম পাঁচে। দেশের শিক্ষার মান যাচাই-এ আজও যে সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় প্রথম পাঁচে থাকার মত ক্ষমতা রয়েছে তা আবার যেন প্রমাণিত হলো। ১৮৫৭ সাল থেকে যাত্রা শুরু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের, শহরের তথা দেশের অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের এমন স্বীকৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্বভাবতই আপ্লুত| সূত্রের খবর থেকে জানা গেছে, যে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন মেডেল ও সংশাপত্র|  কার্যত এমন খবরে খুশি এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও| মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে দেশের সব ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান পঞ্চম আর সেই বিশ্ববিদ্যালয়ের নিজের মানদন্ড আজও সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার এমন এক নজির সত্যিই বিরল| এমন একটি পালক মুকুটে জুড়ে যাওয়ায় আপ্লুত সকলেই| শুধুই কলিকাতা বিশ্ববিদ্যালয়ই নয়, স্থান পেয়েছে শহরের আরও এক বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও সংস্কৃতির দরবারে নজির সৃষ্টি করতে পারার মত শহরের আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থানে রয়েছে| পঠন পঠন সহ গবেষনার কাজেও এগিয়ে থাকে সবসময়ই এই বিশ্ববিদ্যালয়| বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়| উল্লেখ্য, এই তালিকার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। সোমবার ন্যাশনাল ইনস্টিটিউশনাল ক্রমপর্যায় ফ্রেমওয়ার্কের ফল প্রকাশিত হয়। রাষ্ট্রপতি এই ফল প্রকাশ করেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...