Kolkata Transport: দীর্ঘ ৯৮ বছরে পৌঁছে শেষ হল হুগলির শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার পর্যন্ত ৩ নম্বর রুটের বাস পরিষেবা

দীর্ঘ ৯৮ বছরে পৌঁছে শেষ হল হুগলির শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার পর্যন্ত ৩ নম্বর রুটের বাস পরিষেবা। এই রুটে প্রথম বাস পরিষেবা শুরু হয়েছিল ১৯২৬ সালে। দীর্ঘ সময় ধরে এই রুটে বাসের সংখ্যা কমে এলেও যাত্রা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। এইবার শেষ হল সেই রুটের বাস পরিষেবা।

সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, ২০০৮ সালে ওই রুটে ৬৯টি বাস চলত। কিন্তু তারপর টোটো ও অটোর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় সেই সংখ্যা ২০১৮ সালে ২২ –এ কমে আসে। এরপর শেষ কয়েকবছর সেই রুটে সবেধন নীলমণি নামে মাত্র একটি বাস চলতে। কিন্তু চলতই বছরে সেই বাসটির পথ চলাও বন্ধ হয়ে গেল।

এই রুটের শেষ শেষ হওয়ার নৈপথ্যেরমূল কারণ মূলত প্রশাসনের একটি নিষেধাজ্ঞা। প্রশাসন জানিয়েছে কোনো বাসের বয়স ১৫ বছর হয়ে গেলে সেই বাস আর রাস্তায় নামানো যাবেনা। মূলত এই কারণেই ১০০ বছর সম্পূর্ণ হওয়ার আগেই থেমে গেল এই রুটের বাস পরিষেবা।

তবে শুধুমাত্র এই কারণ নয়, বাসচালকদের দাবী, এই ৩ নম্বর রুটটি ছিল শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজারের। কিন্তু এত লম্বা রুটে প্রায়শই যাত্রীসংখ্যা খুব কম থাকত। এছাড়াও বর্তমান সময়ে টোটো ও অটোর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই রুটে বাসে কম লোক যাতায়াত করত। সে জন্যই কয়েক বছর আগেও যাত্রীদের যে বাস পাওয়ার জন্য মাত্র তিন–চার মিনিটের বেশি অপেক্ষা করতে হতো না, পরে সেই বাসের দেখা পাওয়াই কঠিন হতো।

বেসরকারি বাসমালিকদের সংগঠনের মত অনুযায়ী, গত চার বছরে কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রায় ৪০টি বাসরুট বন্ধ হয়েছে। কিন্তু এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...