দুর্ঘটনা কমাতে চিংড়িঘাটা ফ্লাইওভারে গাড়ির গতিবেগ বেঁধে দিল কলকাতা পুলিশ

যান চলাচল নিয়ন্ত্রনে আনতে ও দুর্ঘটনা কমাতে এবার চিংড়িঘাটা ফ্লাইওভারে গাড়ির গতিবেগ বেঁধে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। সোমবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উড়ালপুলে দুর্ঘটনা কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার চাকা এবং দু’চাকা, উভয় ক্ষেত্রেই গাড়ির গতিবেগ স্থির করা হয়েছে ঘন্টায় ৩০ কিলোমিটার।

সাধারণত এই উড়ালপুলগুলিতে ছোটো যানবাহনই চলাচল করে। কিন্তু গত কয়েবছর ধরে দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, গতিতে রাশ টানতে এবার গাড়ির গতিবেগ স্থির করে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

ইতিমধ্যেই দ্রুততার সাথে শহর জুড়ে উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষা চলছে। পুজোর আগেই শহরের সমস্ত উড়ালপুলগুলির স্বাস্থ্য পরখ করে নিতে বদ্ধপরিকর প্রশাসন। তারই সুবাদে গত ১৫ই আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল শিয়ালদহের বিদ্যাপতি ফ্লাইওভার। পাশাপাশি যাদবপুরের জীবনানন্দ সেতুও কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। আগামী দু’সপ্তাহে আরও চারটি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কিছু উড়ালপুলে ফাটল দেখা দিয়েছিল, পাশাপাশি উড়ালপুলগুলিকে কেন্দ্র করে গাছ গজিয়ে ওঠার ঘটনাও নজরে এসেছে। ঘটনা সামনে আসতেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে কেএমডিএ ও রাজ্য সরকার। রক্ষণাবেক্ষণ চলাকালীন উড়ালপুল সংলগ্ন সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। উড়ালপুল বন্ধ থাকার ফলে শিয়ালদহ সংলগ্ন অন্যান্য রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছিল, এ পরিস্থিতিতে সমস্তরকম পার্কিং নিষিদ্ধ করার ব্যাপারটি সুনিশ্চিত করে প্রশাসন।

চিংড়িঘাটার পাশাপাশি শহরের অন্যান্য ব্যস্ততম উড়ালপুলগুলিতে এই নিয়ম কার্যকর হলে অনেকটাই উপকৃত হবে শহরবাসী, দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে কলকাতা পুলিশ আধিকারিক। অন্যদিকে, আগামী ২২শে আগস্ট থেকে ২৫শে আগস্ট পর্যন্ত অরবিন্দ সেতু বন্ধ রেখে মেরামতির কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...