বারাণসীর গঙ্গা আরতির মতন আমাদের শহর কলকাতাতেও এখন গঙ্গার বুকে পালিত হয় সেই আরতি। এই গঙ্গা আরতি সরকারি তত্ত্বাবধানে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পালন করানো হয়। তবে, এবার গঙ্গা আরতির পাশাপশি দেব দীপাবলি আয়োজনের সব্রকম তোড়জোড় শুরু হল কলকাতা শহরে।
দেব দীপাবলি উৎসবটি কার্তিক মাসের পূর্ণিমায় পালন করা হয়। এই উৎসবটি উত্তর প্রদেশের বারাণসীতে উদ্যাপিত হয় এবং দীপাবলির পনেরো দিন পরে দেব দীপাবলি উৎসব পালন করা হয়৷ জানা গিয়েছে, এইদিন গঙ্গা নদীর কাছের সমস্ত ঘাটের সিঁড়িতে দশ লক্ষেরও অধিক মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এই বছর, কলকাতা শহরে বাজা কদমতলা ঘাটে যেখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই দেব দীপাবলি। কলকাতা পুরসভা সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর সন্ধ্যায় বাজা কদমতলা ঘাট ও তার সংলগ্ন অংশে পালিত হবে দেব দীপাবলি উৎসব।
এই উৎসবকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলতে জানা গিয়েছে যে প্রিন্সেপ ঘাট থেকে বিবাদী বাগ পর্যন্ত গঙ্গাপাড়কে পুরোপুরি রঙিন আলোয় মুড়ে ফেলা হবে। কিন্তু কোথা থেকে কতদূর পর্যন্ত গঙ্গাপাড় সাজানো হবে সেটা ঠিক করা হবে মঙ্গলবার। সেদিন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং এবং পুরসভার আধিকারিকেরা গঙ্গার ধারে গিয়ে পাড়ের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। এছাড়া জানা যাচ্ছে যে আলোকমালার পাশাপশি প্রদীপের আলোতেও সেজে উঠবে বাবুঘাট এবং সংলগ্ন ঘাট চত্বর।
সূত্র থেকে জানা যাচ্ছে যে এই দেব দীপাবলীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আট-দশ হাজার প্রদীপ দিয়ে বাজা কদমতলা ঘাট সাজানো হবে এবং এটাও নিশ্চিত করা হচ্ছে যে এ বার থেকে প্রতি বছরই দেব দীপাবলি উৎসব পালিত হবে।