শহর সুন্দর রাখতে এবার বসবে স্মার্ট ই টয়লেট

নোংরা, অপরিচ্ছন্ন শৌচালয়কে টা টা বলার দিন বোধহয় এসে গেছে| কারণ শহরে এবার বসতে চলেছে ঝাঁ চকচকে পরিষ্কার ই টয়লেট| সৌজন্যে কলকাতা পুরসভা| হংকং, সিঙ্গাপুর বা প্যরিসের ধাঁচে এই সব স্মার্ট টয়লেট দেখতে পাওয়া যাবে শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ের বাস স্ট্যান্ডের পাশে। আপাতত ৮০ টি এই স্মার্ট টয়লেট শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা  দেশপ্রিয় পার্ক, রাসবিহারী, হাজরা, গড়িয়াহাট, চেতলা, কালীঘাট, পার্ক স্ট্রিট ও টালিগঞ্জ এলাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডের পাশে বসানো হবে এই সব ই-টয়লেট। পুরসভা তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি টয়লেটের জন্য খরচ পড়বে প্রায় ২ লক্ষ টাকা |

                            কলকাতায় এখন পুরসভা পরিচালিত শৌচালয় বা সুলভ কমপ্লেক্স থাকলেও তার পরিচ্ছন্নতা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে| বিশেষ করে মহিলাদের তরফ বারবার অভিযোগ উঠছে যে ঠিকমত পরিষ্কার করা হয় না এগুলিকে| এছাড়া কলকাতার অঞ্চলে যে সমস্ত পুরসভার তৈরি করা শৌচালয় আছে সেগুলিও রোগ জীবাণুর আখড়া বলে মত চিকিত্সকদের। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করেই নিয়ে আসা হচ্ছে এই স্মার্ট টয়লেট বা ই-টয়লেট। তবে এই টয়লেট ব্যবহার করতে গেলে একটু বেশি মূল্য চোকাতে হতে পারে নগরবাসীকে| এছাড়াও শহরের যত্রতত্র মল-মুত্র ত্যাগের অভ্যাস এখন ত্যাগ করতে পারেননি সাধারণ মানুষ| সেখান থেকে ছড়াচ্ছে দূষণ |

                                কেমন হবে এই ই টয়লেট? ব্যবহারই বা কেমনভাবে করতে হবে? জানালেন পুর আধিকারিকরা| ৫ টাকার কয়েন ব্যবহার করে গাড়ির মতই খুলতে হবে টয়লেটের দরজা| দরজায় লাগানো সেন্সর দরজা খুললেই একবার ফ্ল্যাশ করে দেবে কমোডে| টয়লেট ব্যবহার করার আবার দরজা বন্ধ করার সময় সেন্সর ফ্ল্যাশ করে দেবে আপনাআপানি| টয়লেট এ ২৪ ঘন্টা জল সরবরাহের দায়িত্ব নেবে পুরসভা| বাসস্ট্যান্ডগুলিতে যারা বিজ্ঞাপন দেন তাদের হাতেই এই স্মার্ট টয়লেটের ভার দেওয়া হবে বলে পুরসভা জানিয়েছে|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...