বছরের উষ্ণতম মাস ছিল 'জুলাই'

গত ১০ বছরের মধ্যে চলতি বছরের জুলাই মাস ছিল উষ্ণতম। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৫৬%। গাঙ্গেয় বাংলার ক্ষেত্রেও এই বৃষ্টির পরিমাণ প্রায় ৩৭ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।

বর্ষাকাল দেরিতে এসেছে এ বছর। গত সপ্তাহে ঠিকঠাক বৃষ্টি হয়েছে কিছুটা। তবু তা স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল বলে জানিয়েছে আবওহাওয়া দপ্তর। দপ্তরের এক আধিকারিক জি কে দাস জানান, “বর্ষাকাল দশ দিন দেরিতে এসেছে। পাশাপাশি, ধীর গতিতে মৌসুমী বায়ুর চলন ও তা শুকনোও । তার জেরে,পূর্ব উপকূল শুকিয়ে গিয়েছে।”

এ বছর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা থাকবে বলে জানান তিনি। এখনও নিম্নচাপ আসতে দেরি আছে বলে জানান তিনি। চলতি মাসে তাপমাত্রা ছিল গড়ে ৩৫ ডিগ্রি। বর্ষা না আসায়, গরম ব্যাপক ভাবেই বজায় আছে বলে জানান তিনি। তার জেরে ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানালেন তিনি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...