গত চার-পাঁচ বছরে কলকাতা বন্দরে পণ্য আনা-নেওয়া করার ক্ষমতা বৃদ্ধি করার উদ্যেগ নেওয়া হয়। এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় এল এন্ড টি কনসালটেন্সি-কে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার সম্প্রতি এ বিষয়ে অবগত করেন। কলকাতা পোর্ট গত কয়েক বছরে পণ্য পরিবহনের ক্ষেত্রে এতটাই উন্নতি করেছে যে এর ক্ষমতা দুই শতগুনে বাড়ানোর জন্য দাবি উঠেছে। বিনীত কুমার আরো জানান, পণ্য আনা -নেওয়ার ক্ষমতা বর্তমানে ৬ কোটি টন| সেটি ৯ কোটি টন করার জন্য এল এন্ড টি কনসালটেন্সিকে বিশেষ পরিকল্পনা নেওয়ার জন্য জানানো হয়েছে।
হলদিয়া ডকের ক্ষমতা সাড়ে চার কোটি টন থেকে ছয় কোটি টন করা হবে বলে জানান চেয়ারম্যান বিনীত কুমার। কলকাতা ডকে আগামী চার থেকে পাঁচ বছরে বর্তমান ক্ষমতা থেকে আরো আড়াই কোটি টন বাড়ানো হবে বলে জানানো তিনি। বাড়তি পণ্য বহনের ক্ষমতা বাড়াতে কলকাতা দলের পরিকাঠামো বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ নেবার জন্য আবেদন করেন সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর এল জেন মল্লিক।