রাজ্য পুলিশ প্রশাসনের এক নয়া পদক্ষেপ “দি উইনার্স”

মহিলাদের সমস্যা নিয়ে চিন্তিত বাংলা নিয়ে এলো এক নতুন পদ্ধতি। এর সাহায্যে মহিলাদের সুরক্ষা বহাল রাখা কিছুটা হলেও সহজ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। বুধবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার III সুপ্রতিম সরকার ও অন্যান্যরা।

kp2

কলকাতার বুকে মহিলাদের সুরক্ষার জন্য রাস্তায় নামল কলকাতা পুলিশের মহিলা বাহিনী। দীর্ঘ কয়েক মাস প্রশিক্ষনের পর শহরের বুকে দাঁপিয়ে বেড়াবে ‘দি উইনার্স’। মটরসাইকেল আরোহী এই মহিলা পুলিশ বাহিনী নিয়মিত নজরদারি চালাবে গোটা শহর জুড়ে। তাঁদের লক্ষ একটাই শ্লীলতাহানি দমন করা ও মহিলাদের প্রতি অনৈতিক ও অভব্য আচরণের ব্যাপারে কঠোর হওয়া। আশা করাই যায় যে এবার হয়ত শহরের বুকে মহিলারা একটু কম অত্যাচারিত হবে।

kp1

এটা শেয়ার করতে পারো

...

Loading...